চান্দা মামা

চান্দা মামা

চান্দা মামা চান্দা মামা
কোথায় তুমি থাকো
হাঞ্জারাইতে না ডাকিয়া
নিশি রাইতে ডাকো।

এতো রাইতে তুমি মামা
কোথায় উদয় হও
তোমায় নিয়া কতো কান্ড
সত্য কথা কও।

তোমায় নিয়ে ভাবতে হবে
নতুন করে তবে
দূর্বিনে না খুঁজে তোমায়
মুঠোয় পুড়তে হবে।

5 thoughts on “চান্দা মামা

  1. তোমায় নিয়ে ভাবতে হবে নতুন করে তবে
    দূর্বিনে না খুঁজে তোমায় মুঠোয় পুড়তে হবে। __ এটাই এখন সমাধান কবিবন্ধু। :)

  2. ইন্টারেস্টিং পদ্য কবি হিলাল সাইফ ভাই। ভালোবাসায় ঈদ মোবারক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।