অদৃশ্য খুনী
তামাক আর ধূমপান এরা অদৃশ্য খুনী
যারা রয় চারিপাশে তাদেরও হয় হানি
দেয় না কখনো কোন ছাড়
জীবন চুরিই তার কারবার
পরে গলা টিপে ধরে পালায় শ্বাসখানি।
11 thoughts on “লিমেরিক – ১৩”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অদৃশ্য খুনী
তামাক আর ধূমপান এরা অদৃশ্য খুনী
যারা রয় চারিপাশে তাদেরও হয় হানি
দেয় না কখনো কোন ছাড়
জীবন চুরিই তার কারবার
পরে গলা টিপে ধরে পালায় শ্বাসখানি।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নিরব ঘাতক। আমরা সবাই যেন তামাকমুক্ত পরিবেশ গড়ে তুলতে পারি। ধন্যবাদ কবি।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী।
ঠিক বলেছেন কবি সাইদুর রহমান ভাই।
অনেক ধন্যবাদ সুমন ভাই।
অসাধারণ লিমেরিক। দারুণ সত্য প্রিয় কবি দা।
অজস্র ধন্যবাদ রিয়া রিয়া।
দারুণ কবি সাইদুর রহমান ভাই।
অনেক ধন্যবাদ সৌমিত্রদা।
ভালো লিমেরিক কবি ভাই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর।