গাঁয়ে আছে ছোট নদী

গাঁয়ে আছে ছোট নদী
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ছোট নদী নামটি অজয়,
কেহ বলে নদ তারে কেহ নদী কয়।
অজয়ের দুই পারে সারি সারি গাছ,
নদীজলে জেলে সব রোজ ধরে মাছ।

গাঁয়ে আছে ছোট দিঘি সোনাদিঘি নাম,
পাড়ে তার সারি সারি আম আর জাম।
দিঘিতে হাঁসের দল কাটিছে সাঁতার,
ছেলেরা সাঁতার কাটে জলে চারিধার।

দিবসের শেষে রবি আলোক হারায়,
গাঁয়ের অজয় চরে আঁধার ঘনায়।
নীড়ে নীড়ে পাখিসব কলরব করে,
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে।

রাত কাটে হয় ভোর অজয়ের ঘাটে,
সোনারবি উঁকি দেয় চাঁপাডাঙা মাঠে।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

12 thoughts on “গাঁয়ে আছে ছোট নদী

  1. অজয়ের দুই পারে সারি সারি গাছ, নদীজলে জেলে সব রোজ ধরে মাছ। অজয়ের প্রতি শুভেচ্ছা। সিরিজটি দারুণ চলছে কবি কবি মি. ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অজেয় অজয়। অজয়ের জয়গানে ভরে উঠুক সবার হৃদয়।
      সাথেই থাকবেন এটা প্রত্যাশা করি।
      জয়গুরু!

  2. গাঁয়ের ছোট নদী আপনার বর্ণনায় অসাধারণ হয়ে উঠে এসেছে কবি ভাই। :) 

    1. সুন্দর মন্তব্যে মন ভরে গেল  কবি দিদিভাই। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
      অজেয় অজয়। অজয়ের জয়গানে ভরে উঠুক সবার হৃদয়।
      সাথেই থাকবেন এটা প্রত্যাশা করি।
      জয়গুরু!

  3. একই ঘরানার আরও কিছু লিখা আপনার পড়েছি জন্য ঠিক মতো আলাদা করতে পারলাম না। তবে স্বীকার করছি সুরচনা বটে। শুভেচ্ছা কবি লক্ষ্মণ ভাণ্ডারী। :)

    1. অজয়ের দুইধারে ছোট গ্রাম আছে,

      দুইধারে গাছেগাছে ছোট পাখি নাচে।

       

      অজয়ের জয়গানে ভরে উঠুক সবার হৃদয়।
      সাথেই থাকবেন এটা প্রত্যাশা করি।
      জয়গুরু!

  4. নান্দনিকতায় পূর্ণ অজয়ের কবিতা। বাহ্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অজয়ের ঘাটে শুনি মিলনের গীতি,

      অজয়ের বালুচরে জেগে রয় স্মৃতি।

       

      অজয়ের জয়গানে ভরে উঠুক সবার হৃদয়।
      সাথেই থাকবেন এটা প্রত্যাশা করি।
      ভালো থাকুন কবি বোন আমার।
      জয়গুরু!

  5. অজয় আছে হৃদয়ে। ভালোবাসা কবি ভাণ্ডারী ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সবার হৃদয়ে শুনি  অজয়ের গান,

      বসন্তে কোকিল ডাকে শুনি কুহুতান।

       

      অজয়ের জয়গানে ভরে উঠুক সবার হৃদয়।
      সাথেই থাকবেন এটা প্রত্যাশা করি।
      জয়গুরু!

    1. অজয়ের গান হোক সবাকার গান,

      যার সুরে ভরে ওঠে সকলের প্রাণ।

       

      অজয়ের জয়গানে ভরে উঠুক সবার হৃদয়।
      সাথেই থাকবেন এটা প্রত্যাশা করি।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।