আষাঢ় ছোঁয়া কদম

==========================
আজ শুধু আষাঢ়ের প্রথম দিন
ছাতাটা মেঘশুন্য হয়েছে রঙিন-
হাতের মুঠোই কিংবা উঠানে বৃষ্টির আলিঙ্গন
মেঘলা মন- তবুও বারন মেঘ গুড়গুড়
আওয়াজে বুকটা হয়েছে ভারাক্রান্ত।

হলুদ রাঙা কদম করেছিল আকুল-
কেনো না কদম যে প্রথম ছুঁয়া সকাল!
তাই তো নদীর জলে ভেসে যাই কিছু কায়া
আর সোনালি মেঘে পাঁপড়ি
ঝরা নিশানায় শুধু আষাঢ় ছোঁয়া কদম।

০১ আষাঢ় ১৪২৬, ১৫ জুন ১৯
————————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

16 thoughts on “আষাঢ় ছোঁয়া কদম

  1. মাধবীবনের মধুগন্ধে .. মোহিত মন্থর মোহে মোহন মদির মধু-রজনী।
    মোহিনী-মরীচিকা। … অভিনন্দন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। :yes:

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা

      আপনাকেউ জানাই আষাঢ়ের শুভেচ্ছা

      ভাল থাকুন———

  2. কিছু কায়া আর সোনালি মেঘে পাঁপড়িতে ঝরা নিশানায় শুধু আষাঢ় ছোঁয়া কদম।
    বরষা শুভেচ্ছা কবি আলমগীর ভাই। :)

    1. জ্বি প্রিয় কবি সুমন দা

      আপনাকেউ জানাই আষাঢ়ের শুভেচ্ছা

      ভাল থাকুন———

    1. জ্বি প্রিয় কবি সুজন দা

      আপনাকেউ জানাই আষাঢ়ের শুভেচ্ছা

      ভাল থাকুন———

  3. ভালোবাসা ভালোবাসা কবি আলমগীর লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি প্রিয় কবি সৌমিত্র দা

      আপনাকেউ জানাই আষাঢ়ের শুভেচ্ছা

      ভাল থাকুন———

  4. আষাঢ়ের প্রথম দিনের শুভেচ্ছা প্রিয় কবি বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি প্রিয় কবি রিয়া দিদি——https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      আপনাকেউ জানাই আষাঢ়ের শুভেচ্ছা

      ভাল থাকুন——

    1. জ্বি প্রিয় কবি তুবা আপু

      আপনাকেউ জানাই আষাঢ়ের শুভেচ্ছা

      ভাল থাকুন——

  5. কবিতায় আরও যত্নবান হন কবি ভাইজান। :) 

    1. জ্বি প্রিয় কবি সাঈদ দা অবশ্যই

      আপনাকেউ জানাই আষাঢ়ের শুভেচ্ছা

      ভাল থাকুন——

  6. আপনার কবিতার সাথে সাথে পহেলা আষাঢ়ের প্রথম লগ্নের অপেক্ষায় থাকা শান্তির ক'ফোটা বৃষ্টি ঝরেছিল শ্রদ্ধেয় দাদা। তাই আপনানে অনেক অনেক আষাঢ়ের শুভেচ্ছা। সাথে শুভকামনাও।

    1. জ্বি প্রিয় কবি বাবু দা

      আপনাকেউ জানাই আষাঢ়ের শুভেচ্ছা

      ভাল থাকুন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।