আমার কবিতা তুচ্ছ মূল্য
কবিতা আর না হাঁটে
বাঘের ছেলেরা কবিতা লিখছে
কবিতা হচ্ছে মাঠে।
আমরা পড়িব তাদের কবিতা
পড়িব নতুন ছন্দে
মাঠের কবিরা কবিতা লিখছে
সৃষ্টির মহানন্দে।
তাহারা লিখছে মহান কাব্য
লিখছে মহান গদ্য
তাদের হাতে সৃষ্টি হচ্ছে
নতুন যুগের পদ্য।
তাহারা লিখছে নব চেতনায়
লিখছে নতুন গান
নব গীতিতে করছে ধারণ
বাংলা দেশের প্রাণ।
মাঠের কবিরা সবুজ ভুমিতে
গাইছে নতুন সুর
ব্যাটে আর বলে আনবে তাহারা
নতুন দিনের ভোর।
#অভিনন্দন #বাংলাদেশ
অনেক ভালো লাগলো, শুভেচ্ছা জানবেন
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টীম।
অভিনন্দন আপনার লেখার জন্য কবি ভাই।
অভিনন্দন বাংলাদেশ।
খুব ভালো দেখিয়েছে গতকাল। অভিনন্দন বাংলাদেশ।