ওখানে রাজার প্রাসাদ
ওখানে তোর বাস
ওখানে সবাই যায় না
ওখানে সবাই যেতে পারে না,
এখানে মেঘ উড়ে
এখানে মন পুড়ে
এখানে সবাই রাজা
এখানে কারো আসতে নেই মানা;
আমি ওখানে যাই নি কখনো
এখানে এসেছিলি তুই
কিছু কি দিয়েছিলি?
মন তো ঠিকই নিয়েছিলি,
জানিস! তারপর থেকে এখানে অবিরত বৃষ্টি
চোখে মেঘ জমলে বৃষ্টি তো হবেই!
আচ্ছা!
ওপরতলার মানুষের মনে কি মেঘ জমে না?
কোনদিনও জানা হবে না।
___________________________
ছবি : Phuket FantaSea ภูเก็ตแฟนตาซี
বাহ্ বেশ চমৎকার লেখা … শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ পথিক।।
পাঠক মনের শব্দ অনুভূতি সব সময়ই আপনার কলম-কণ্ঠে ফুটে উঠে স্বভাব কবি।
ধ্যাত! কি যে কইন না মুরুব্বী!!
বাস্তব জীবনের কথা। স্বভাব সুলভ সহজ উপস্থাপন। অভিনন্দন যাযাবর ভাই।
ধন্যবাদ দাদা।
অস্সাধারণ।
ধন্যবাদ ভাই।
দিন দিন দেখছি আপনার লেখার ভক্ত হয়ে উঠছি।
এইবার মেলা শরম পাইছি
ওপরতলার মানুষের মনে কি মেঘ জমে না?
কোনদিনও জানা হবে না।
সার্থক কবিতা। পাঠক মন জয় করবেই করবে জীবন বাবু।
জানা হয় না রিয়া