ছারপোকা

রাত গভীর হলে ওরা বেরিয়ে আসে।
শত যুগের ক্ষুধা নিয়ে বেরিয়ে আসে।
কফিনের পেরেক খুলে ঢুকে পড়ে নিঃশব্দে
আঁতুড়ে নগরের বিক্ষিপ্ত কবরের কোণায় কোণায়।

অস্থিমজ্জার সবটুকু রস চুষে খায় ওরা
সিডর,আইলা,ফণীর মতন দারালো দাঁত বসিয়ে।
নারীর অঙ্গ ছুঁয়ে যে দেহ কফিনে শয়–আর,
যে দেহ মরবার আগেই মরে যায় তারও রক্ত খায়।

২২/০৬/১৯

7 thoughts on “ছারপোকা

  1. বাহ চমৎকর ভাবনাময় কবি 

  2. সত্য লিখেছেন কবি পথিক সুজন ভাই। :)

  3. উপমার চমৎকার ব্যবহার করেছেন মি. পথিক সুজন।

  4. ভালো থাকুন ভালোবাসায় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।