শুধু বিশ্বাস

একটা বিশ্বাস

এই বিশ্বাসের মূল্য কি সবাই দিতে পারে?
একজন খোদা, ভগবান, ঈশ্বর কিবা অন্যকিছু
না দেখেও শুধু বিশ্বাসে ছুটেছি তাদের পিছু
কারণ জানি তাদের আছে অমূল্য সম্পদ কিছু ৷

একটা সন্তান এক’পা দু’পা করে হাঁটছে সবে
তারও পূর্ণবিশ্বাস আছে তার বাবার উপরে
সে জানে পরতে গেলে বাবা আঙুল বাড়াবে ৷

একটা পিতারও বিশ্বাস তার সন্তানের উপরে
পিতা জানে বার্ধক্যে সন্তানই তাকে দেখবে
যেমন পিতা অাঙুল ধরেছে পুত্রের শৈশবে ৷

সন্তানের পূর্ণবিশ্বাস তার জন্মদাত্রীর উপরে
সে জানে মা তাকে ঠিক আগলে রাখবে বুকে
সকল প্রতিকুলতায় ঠাঁই পাবে মায়ের আঁচলে ৷

মা ৫২ ডেল ব্যাথা সয়ে যে সন্তানকে এনেছে
মায়ের বিশ্বাস আছে তার সে সন্তানের উপরে
সে জানে সন্তান তাকে রাখবেনা বৃদ্ধাশ্রমে ৷

একজন বোনের প্রতি বিশ্বাস আছে ভাইয়ের
তেমনি
ভাইয়ের প্রতিও সে বিশ্বাস আছে সে বোনের
এ বন্ধন সেতো বিশ্বাসের এক অনন্য অর্জন ৷

প্রেমিক বিশ্বাস করে যেমন তার প্রেমিকাকে
তেমনি
প্রেমিকাও বিশ্বাস করে তার সে প্রেমিককে
কারণ পরষ্পরের প্রতি তাদের বিশ্বাস আছে ৷

বন্ধুত্ব সেও তো বিশ্বাসেরই এক অমূল্য খনি
সব ছাপিয়ে বিশ্বাস আছে বলেই আছি বেঁচে ৷

12 thoughts on “শুধু বিশ্বাস

  1. একজন পিতা বিশ্বাস তার সন্তানের উপরে
    পিতা জানে বার্ধক্যে সন্তানই তাকে দেখবে
    যেমন পিতা অাঙ্গুল ধরেছে পুত্রের শৈশবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. স্বপ্ন আস্থা আর বিশ্বাসেই মানুষ বাঁচে।

  3. অকাট্য লিখেছেন কবি মোস্তাক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আপনার আন্তরিক মন্তব্যে আমি অনুপ্রাণিত প্রিয় দাদাভাই 

  4. ভালোবাসাই মানুষকে ভিখারী করে। রাজাও করে। যদি রাজভাগ্য কপালে থাকে।

  5. এই বিশ্বাসের মূল্য কি সবাই দিতে পারে? :(

  6. আমরা সবাই …

    বন্ধুত্ব সেও তো বিশ্বাসেরই এক অমূল্য খনি
    সব ছাপিয়ে বিশ্বাস আছে বলেই আছি বেঁচে ৷

মন্তব্য প্রধান বন্ধ আছে।