আমার ভাবনা – ০৩

বর্ণ প্রথা বলে ধর্মগ্রন্থ সমূহে কোন শব্দ বা টার্ম নেই। তবে কেন সেটাকে আমি স্বীকার করবো ?

উচ্চ বর্ণ ও নিন্ম বর্ণ নিয়ে পৌত্তলিক ধর্মে যে ভেদাভেদ রয়েছে আমি সেটাকে স্বার্থবাদী গোষ্ঠীর মনগড়া কেচ্ছা ছাড়া কিছুই বলে মনে করি না।

বর্ণ প্রথা বলে ধর্মগ্রন্থ সমূহে কোন শব্দ বা টার্ম নেই। আছে ‘বর্ণাশ্রম’। শাব্দিক অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় ‘বর্ণ’ শব্দটি এসেছে ‘Vrn’ থেকে; যার অর্থ ‘to choose’ বা পছন্দ করা অর্থাৎ পছন্দ অনুযায়ী আশ্রম বা পেশা নির্ধারণ করা। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সমাজে এখন তা জন্মসূত্রে বিবেচনা করা হয়।

7 thoughts on “আমার ভাবনা – ০৩

  1. ‘বর্ণ’ শব্দটি বোধগম্য হলো মি. সালজার রহমান সাবু।

  2. বর্ণ প্রথা বলতে সনাতন ধর্মগ্রন্থে তেমন ঈঙ্গীত না থাকলেও যা আছে তা কেবল আমাদের সমাজ সংসারে। এসেছে স্বার্থবাদী গোষ্ঠীদের হাত ধরে।

    1. কোন ধর্মগ্রন্থে নেই এর ইঙ্গিত। ধন্যবাদ।

  3. জন্মসূত্রে যদি বর্ণের বিচারে বৈষম্যের কাতারে ফেলে দেয়া হয় তাহলে দূর্ভাগ্যজনক।

মন্তব্য প্রধান বন্ধ আছে।