দ্বৈরথ

পরিচয়ের প্রথম মূহুর্তের মত করে মুগ্ধ হতে চাই !
মৌনতা মাখা কবিতার সন্ধ্যা বয়ে চলুক অবিরাম;
অসময়ের চৈতালি মেঘের ঢলে ভাসুক তিক্ত প্রহর সব
আলগোছে সাজানো চুপচাপ চাপারঙ পারুলে রোদের লুকোচুরিতে, টুকটাক আলাপন!

প্রভাতের স্নিগ্ধতা মেশা, গতকাল রাতের বৃষ্টিস্নাত আদুরে আলোর ফিসফাস কানে কানে;
সরষে ঝাঁঝ নিয়ে নুয়ে আসা দুপুরের আগাম কথকতা, অপেক্ষায় অপেক্ষায়
দিবসের মধ্যভাগ পেরুবে চালতা তলার আঙিনায়।
অমন সুঘ্রাণের উদাস মাতাল বাতাস বেতফলে- ঝুনঝুন ঝুমঝুম সুরের ঘোরলাগা কণ্ঠের অপরাধী হাসি;
শিমূল পলাশের মারদাঙ্গা চৈত্র দুপুর আমাদের কথকতায় মিশে থাকুক আহেলিয়া ঢঙে! রূপ ছোঁয়া প্রাণে।

জানি আমি জানি জানি প্রতীক্ষা কতখানি! র’ য়ে যায় রোজরোজ চা ‘য়ে
মুঠোফোনে টুক করে ভেসে আসে, মন ভেজে কোন সুর তাল আর ল’ য়ে !
ইশকুল আপিসে ধুরছাই প্রহর – টেনে আনে নিয়ন আলোর সন্ধ্যা
সাথে মনের ঢালবেয়ে নেমে আসা সান্ধ্যসোহাগ।

ফুরিয়ে যাওয়া দিনের রেশের মত, মুগ্ধতায় র’ য়ে যায় ক্ষণ
কফিমগে ঠোঁট ছোঁয়ালেই হুড়মুড় করে নেমে আসা স্মৃতিকথা যত;
আর থাকে ঝালঝাল ঝোলে।
অচেনা আগের মত কবিতায় আনবো উত্তাল সমুদ্র
লিখে রাখা পাট ভাঙা কবিতার ঘ্রাণে ঠিক বুঝে নেবো তুমি আমি
তারপর !!!
ফেলে রাখা চার লাইনের মুগ্ধতা নিয়ে নামবে প্রশান্ত রাত।

23 thoughts on “দ্বৈরথ

  1. প্রথম কবিতাতেই ভাব আর ছন্দের মায়া গেথে কবিতার ভালোলাগা, মুগ্ধতায় জড়িয়ে দিলেন কিন্তু ! হ্যাঁ আজকের, আগামী কালের দীর্ঘ দৈর্ঘ্যের গ্রীষ্মের দিনগুলি আর সব দিনগুলোই পরিচয়ের প্রথম মূহুর্তের মত মুগ্ধতায় ভরা থাক। অনেক ভাল লাগা কবিতায়।

    1. শব্দনীড় ব্লগে আমার প্রথম কবিতার প্রথম পাঠক হিসেবে আপনি নিঃসন্দেহে আমার লেখার অনুপ্রেরণা হয়ে রইলেন। কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শুভ কামনা সতত। 

  2. পরিচয়ের প্রথম মূহুর্তের মত করে মুগ্ধ হতে চাই ! কবিতার শুরুটাই হান্ট করলাম এই কারণে যে, কবিতা দিয়েই শব্দনীড় এ আপনার যাত্রাশুরু। যদিও লাইন লম্বা হবার কারণে নির্ধারিত জায়গায় কয়েকটি লাইন তার নিজস্বতা হারিয়ে ভেঙ্গে দ্বিতীয় লাইনে জায়গা নিয়েছে।

    তারপরও শুভ হোক আপনার প্রতিটি কদম। নিয়মিত লিখুন। সতীর্থ বন্ধুদের লিখা পড়ুন, পারলে উৎসাহিত করুন। শব্দনীড়ে স্বাগতম কবি মনিরা সুলতানা। ধন্যবাদ। :)

    1. পরিচয়ের প্রথম মূহুর্তের মত করে মুগ্ধ হতে চাই ! কবিতার শুরুটাই হান্ট করলাম এই কারণে যে, কবিতা দিয়েই শব্দনীড় এ আপনার যাত্রাশুরু।

       ভেবেছিলাম আগের লেখা কোন কবিতা দিয়েই শুরু করবো, কি ভেবে আবার অপ্রকাশিত এই দ্বৈরথ ই রাখলাম আমার প্রথম লেখা হিসেবে। আশা করছি আমার আর শব্দনীড়ের এই কবিতার দ্বৈরথ অবিরাম চলবে। 

      যদিও লাইন লম্বা হবার কারণে নির্ধারিত জায়গায় কয়েকটি লাইন তার নিজস্বতা হারিয়ে ভেঙ্গে দ্বিতীয় লাইনে জায়গা নিয়েছে। 

      ই দু লাইনের মুল্যায়ন আমার পরবর্তী কবিতায় নিশ্চয়ই আর একটু নান্দনিকতা নিয়ে ফিরে আসবে আমার লেখায়  

      তারপরও শুভ হোক আপনার প্রতিটি কদম। নিয়মিত লিখুন। সতীর্থ বন্ধুদের লিখা পড়ুন, পারলে উৎসাহিত করুন। শব্দনীড়ে স্বাগতম কবি মনিরা সুলতানা। ধন্যবাদ।  

       

      আপনার এই আন্তরিকতার উত্তাপ টুকু আমাকে ছুঁয়ে গেলো; 

      শুভ কামনা। 

       

  3. সুন্দর একটি কবিতা উপহার। অভিনন্দন এবং স্বাগতম কবি মনিরা সুলতান। :)

    1. এক লাইনের প্রশংসা বাক্যে আমাকে অনুপ্রাণিত করে গেলেন !! 

      আপনার জন্য সব সময় ভালো থাকার শুভ কামনা :) 

  4. বরাবরের ন্যায় খুব সুন্দর কবিতা লিখেছেন। ++

     

    শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় আপুকে।

    1. হুম কাছের খুব প্রিয় লেখকদের সাথে মিথস্ক্রিয়া সব সময়েই দারুণ আনন্দের!!! 

      আশা করছি এখানে ও আপনার আন্তরিকতায় সবার মন জয় করবেন। 

  5. যার কবিতাগুলি পড়ার পর মাঝে মাঝে নিজেরও খুব করে কবি ভাবতে ইচ্ছে করে, ইচ্ছে করে দুই একটা কবিতার লাইন হুত করেই  লিখে ফেলতে। 

    মুরব্বী ভাইকে বলছি, আমরা সামুতে উনাকে কবিতা সমাজ্ঞী বলে ডাকি।  আর উনাকে আমার গুরু মানি কবিতা লেখার ব্যাপারে।

    জানি আমি জানি জানি প্রতীক্ষা কতখানি! র’ য়ে যায় রোজরোজ চা ‘য়ে
    মুঠোফোনে টুক করে ভেসে আসে, মন ভেজে কোন সুর তাল আর ল’ য়ে !
    ইশকুল আপিসে ধুরছাই প্রহর – টেনে আনে নিয়ন আলোর সন্ধ্যা
    সাথে মনের ঢালবেয়ে নেমে আসা সান্ধ্যসোহাগ। 

    ফুরিয়ে যাওয়া দিনের রেশের মত, মুগ্ধতায় র’ য়ে যায় ক্ষণ
    কফিমগে ঠোঁট ছোঁয়ালেই হুড়মুড় করে নেমে আসা স্মৃতিকথা যত;
    আর থাকে ঝালঝাল ঝোলে।
    অচেনা আগের মত কবিতায় আনবো উত্তাল সমুদ্র
    লিখে রাখা পাট ভাঙা কবিতার ঘ্রাণে ঠিক বুঝে নেবো তুমি আমি
    তারপর !!!
    ফেলে রাখা চার লাইনের মুগ্ধতা নিয়ে নামবে প্রশান্ত রাত।

    ইস ঠিক এই রকম কয়েকটি  লাইন খুজছিলাম আমি শবনম আর শুভ'র পরের প্রণয় পর্বের জন্য। প্রায় শেষ হয়ে আসছে আপনাকে পড়তে দেব।

    সু-স্বাগতম এই ব্লগে প্রিয় মনিরা আপু।  

    শুভ কামনা রইল!!

     

    1. ধন্যবাদ মি. মহিউদ্দিন যুনাইদ। কবিতা সম্রাজ্ঞী'র পরিচয় পেয়ে খুশি হলাম। :)

    2. যার কবিতাগুলি পড়ার পর মাঝে মাঝে নিজেরও খুব করে কবি ভাবতে ইচ্ছে করে, ইচ্ছে করে দুই একটা কবিতার লাইন হুট করেই  লিখে ফেলতে। 

      এই প্রকাশ টুকু সব সময় ই অসাধারন মুগ্ধতা নিয়ে আসে আমার কাছে, এবং দারুণ উপভোগ্য নিঃসন্দেহে! এ টুকু আমার লেখালিখির আনন্দ করে রাখলাম। 

      মুরব্বী ভাইকে বলছি, আমরা সামুতে উনাকে কবিতা সমাজ্ঞী বলে ডাকি।  আর উনাকে আমার গুরু মানি কবিতা লেখার ব্যাপারে। 

      এভাবে লজ্জা না দিলেই কি নয় ! লেখালিখি সব সময় আমার মনের খোরাক, আনন্দের উৎস, সাথে আপনাদের মত কিছু পাঠক সব সময় আমাকে আত্মবিশ্বাসী করে তোলে। 

      ইস ঠিক এই রকম কয়েকটি  লাইন খুজছিলাম আমি শবনম আর শুভ'র পরের প্রণয় পর্বের জন্য। প্রায় শেষ হয়ে আসছে আপনাকে পড়তে দেব। 

      খুব জানেন শবনম আমার কতখানি প্রিয় সিরিজ ! সেখানে আমার লেখা কিছু লাইন থাকলে, সেটা হবে লেখালিখির জীবনের অন্যতম প্রাপ্তি। 

       

      শুভ কামনা অনিঃশেষ :) 

      1. আপু অনুমতি যখন দিয়েছেন, তখন ঠিক জায়গা মতো ঢুকিয়ে দেব তবে কপিরাইট আপনারই থাকবে। 

        ৪ নাম্বার পর্ব শেষ হয়ে আসছে। 

        ধন্যবাদ।

         

  6. অসাধারণ প্রিয় কবি দি। আপনার লেখা এই প্রথম পড়লাম। সুস্বাগতম শব্দনীড়ে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অসাধারণ ! শব্দনীড়ের লেখকদের আন্তরিকতা সত্যি ই অনন্য। 

      অনেক অনেক ধন্যবাদ রিয়া রিয়া, ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  7. মৌনতা মাখা কবিতার সন্ধ্যা বয়ে চলুক অবিরাম;
    অসময়ের চৈতালি মেঘের ঢলে ভাসুক তিক্ত প্রহর সব
    আলগোছে সাজানো চুপচাপ চাপারঙ পারুলে রোদের লুকোচুরিতে …

    টুকটাক আলাপন! দ্বৈরথ। ___ বাহ্ কবি বোন মনিরা সুলতানা। মন ভরে গেলো। হারাতে দিবো না। থাকুন আমাদের সাথে। কবিতায় অনেক অনেক ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ভালোলাগার ক' লাইন তুলে আনার জন্য ধন্যবাদ সৌমিত্র চক্রবর্তী আপনাকে। 

      কবিতার আপনার ভালোলাগার প্রকাশ আমাকে মুগ্ধ করেছে। আশা করছি লেখার সাথে ই আছেন। 

       

      অনেক অনেক শুভ কামনা। 

    1. ধন্যবাদ জনাব সুলেখক ! 

      আপনাদের মন্তব্য অনুপ্রাণিত করে সব সময়। 

  8. অসাধারণ একটি কবিতা আপা। আপনার একরাশ শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অনেক অনেক ধন্যবাদ সাজিয়া আফরিন ! 

      আপনার শুভ কামনা আমাকে আপ্লুত করলো; আশা করছি দেখা হবে কাব্য কথায়, গল্পে গানে। 

      সব সময়ে ভালো থাকার শুভ কামনা। 

  9. কবিতাটি পড়ে মুগ্ধ হলাম আপা। শব্দনীড় হোক আপনার ব্লগ। :)

    1.  আপনার মুগ্ধতা আমাকে ও ছুঁয়ে যাক, অনুরণিত হোক ভালোলাগা। 

      আমি আসলে ব্লগ এডিক্টেড, ফেসবুকে বা ফেসবুক গ্রুপে লিখে মজা পাই না

      সামু ব্লগ সাময়িক বন্ধ থাকায় আপনাদের সাথে পরিচিত হতে এলাম। আশা করছি ব্লগে দারুণ কিছু সময় পাবো। 

      শুভ কামনা শাকিলা তুবা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।