পরিচয়ের প্রথম মূহুর্তের মত করে মুগ্ধ হতে চাই !
মৌনতা মাখা কবিতার সন্ধ্যা বয়ে চলুক অবিরাম;
অসময়ের চৈতালি মেঘের ঢলে ভাসুক তিক্ত প্রহর সব
আলগোছে সাজানো চুপচাপ চাপারঙ পারুলে রোদের লুকোচুরিতে, টুকটাক আলাপন!
প্রভাতের স্নিগ্ধতা মেশা, গতকাল রাতের বৃষ্টিস্নাত আদুরে আলোর ফিসফাস কানে কানে;
সরষে ঝাঁঝ নিয়ে নুয়ে আসা দুপুরের আগাম কথকতা, অপেক্ষায় অপেক্ষায়
দিবসের মধ্যভাগ পেরুবে চালতা তলার আঙিনায়।
অমন সুঘ্রাণের উদাস মাতাল বাতাস বেতফলে- ঝুনঝুন ঝুমঝুম সুরের ঘোরলাগা কণ্ঠের অপরাধী হাসি;
শিমূল পলাশের মারদাঙ্গা চৈত্র দুপুর আমাদের কথকতায় মিশে থাকুক আহেলিয়া ঢঙে! রূপ ছোঁয়া প্রাণে।
জানি আমি জানি জানি প্রতীক্ষা কতখানি! র’ য়ে যায় রোজরোজ চা ‘য়ে
মুঠোফোনে টুক করে ভেসে আসে, মন ভেজে কোন সুর তাল আর ল’ য়ে !
ইশকুল আপিসে ধুরছাই প্রহর – টেনে আনে নিয়ন আলোর সন্ধ্যা
সাথে মনের ঢালবেয়ে নেমে আসা সান্ধ্যসোহাগ।
ফুরিয়ে যাওয়া দিনের রেশের মত, মুগ্ধতায় র’ য়ে যায় ক্ষণ
কফিমগে ঠোঁট ছোঁয়ালেই হুড়মুড় করে নেমে আসা স্মৃতিকথা যত;
আর থাকে ঝালঝাল ঝোলে।
অচেনা আগের মত কবিতায় আনবো উত্তাল সমুদ্র
লিখে রাখা পাট ভাঙা কবিতার ঘ্রাণে ঠিক বুঝে নেবো তুমি আমি
তারপর !!!
ফেলে রাখা চার লাইনের মুগ্ধতা নিয়ে নামবে প্রশান্ত রাত।