দ্য আর্থল্যান্ড

দ্য আর্থল্যান্ড

ঐ যে!
আমি শুনতে পাচ্ছি সেই শব্দ!

কান পেতে রেখো,
যে রাতে চাঁদ নেই চারিদিকে শুধু নিস্তব্ধ
শুনতে পাবে তুমিও সেই শিহরণ জাগা শব্দ।

এটা বিগ-ব্যাং এর মতো তীব্র কোনও শব্দ নয়,
কিংবা এটা কোনও এয়ার প্লেন দ্বারা
ওয়ার্ল্ড ট্রেড-সেন্টার ধ্বংসের শব্দও নয়।

এটা কোনও ধনীর দুলালের হ্যামার গাড়ী
স্টার্ট দেবার শব্দ নয়,
কিংবা এটা কোনও ভিক্ষুকের থালায়
কয়েন পড়ার শব্দও নয়।

এটা ফ্যানের তীব্র বাতাসে পেপারের পাতা
এলোমেলো হওয়ার শব্দ নয়,
কিংবা শার্ট ইন করার সময়
হঠাৎ কোনও বোতাম খুলে পড়ারও শব্দ নয়।

ঐ যে!
আমি শুনতে পাচ্ছি সেই শব্দ!

আমি শুনতে পাচ্ছি,
পৃথিবীর মানচিত্র থেকে
সমস্ত সীমারেখা মুছে যাবার শব্দ।

অচেনা অদ্ভূত এক শব্দ
ছিন্ন ভিন্ন করে দিচ্ছে পৃথিবীর সব সীমা-রেখার চিত্র,
চিহ্ন রাখছে চিহ্নিত করে বিশ্বময় শুধু একটি দেশের মানচিত্র।

শুনতে পাচ্ছি নির্মাণ হচ্ছে শত শত এয়ার-পোর্ট
আর সবাই ফেলে দিচ্ছে তাদের সব পাসপোর্ট।

ভেঙ্গে যাচ্ছে সব ভিসা প্রসেস
শুরু হচ্ছে সব খানে সবার প্রবেশ।

শুনতে পাচ্ছি,
ভেঙ্গে যাচ্ছে সব অন্যায় আর প্রতিবন্ধকতা
বাতিল হচ্ছে সব পেশী শক্তি আর পাশবিকতা।

শোনা যাচ্ছে,
পৃথিবী জুড়ে শুধু একটি দেশের ডিম্যান্ড
দেশটির নাম শোনা হচ্ছে “দ্য আর্থল্যান্ড”।

ঐ যে!
শোনা যাচ্ছে!
মানবতার পায়ের আওয়াজ,
আসছে ওরা “দ্য আর্থল্যান্ডে”
শোনা যাচ্ছে সেই কুচকাওয়াজ।

ঐ যে!
শোনা যাচ্ছে!
সেই শব্দ ঐ দূর বাতাসে
শিক্ষা-চিকিৎসার খরচ নেই
ঔষধেরও খরচও নেই
আছে শুধু মানবতন্ত্র সেই দেশে।

মিশে গেছে সবাই এক নিবিড় ভালবাসার বন্ধনে
চুরি হয়ে যাওয়া বিশ্বাস গুলো ফিরে আসে সেখানে।

ঘৃণা-অপমান-অবহেলা গুলো ফিরে আসে সম্মান-শ্রদ্ধা হয়ে অকপটে,
ঝরে পড়া অশ্রু গুলো ফিরে আসে স্নেহ মমতায় মুখে মুখে হাসি ফোটাতে।

এক সুতোয় হচ্ছে গাথা হৃদ্যতায় ভালোবাসায়
সকল মানুষের একই প্রাণ,
আনন্দ-সুখ আর উল্লাসের ঐকতান
একসাথে গাইছে সবাই মানবতার জয়-গান।

ঐ যে!
শোনা যাচ্ছে!
সেই শব্দ! সেই ডিম্যান্ড!
পৃথিবী জুড়ে শুধু একটি দেশের ডিম্যান্ড
দেশটির নাম শোনা যাচ্ছে “দ্যা আর্থল্যান্ড”।

________________________
কাব্যগ্রন্থঃ “অদৃশ্য বলয় থেকে বলছি”।

7 thoughts on “দ্য আর্থল্যান্ড

  1. অমর একশের বইমেলা চলাকালীন সময়ে অদৃশ্য বলয় থেকে বলছি কাব্যগ্রন্থের প্রচ্ছদ শব্দনীড়ের স্লাইড শো'তে দেখেছিলাম। ভীষণ ইচ্ছে ছিলো বইটি দেখবার। সুযোগ হয়নি। আজকে সংশ্লিষ্ট গ্রন্থের কবিতা পড়লাম। শুভেচ্ছা কবি ইলহাম। :)

  2. কাব্য গ্রন্থটি পড়ার ইচ্ছে এখনও আছে। রকমারি ই ভরসা। ধন্যবাদ মি. ইলহাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. এক সুতোয় হচ্ছে গাথা হৃদ্যতায় ভালোবাসায়
    সকল মানুষের একই প্রাণ,
    আনন্দ-সুখ আর উল্লাসের ঐকতান
    একসাথে গাইছে সবাই মানবতার জয়-গান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. গ্রন্থে প্রকাশিত কবিতাটি পড়লাম ভাইজান। অভিনন্দন।

  5. বইটি রকমারী থেকে সংগ্রহ করার চেষ্টা করবো ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।