বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড
বৃষ্টি কবিতা-৮
-লক্ষ্মণ ভাণ্ডারী
আষাঢ়ের মাসে
কালোমেঘ ভাসে
আকাশের আঙিনায়।
মেঘের গর্জন,
প্রবল বর্ষণ,
চারিদিকে বসুধায়।
বরষা নেমেছে
পুকুর ভেঙেছে
জল ঢুকে মোর গাঁয়।
ছিঁড়ে গেছে পাল
মাঝি ধরে হাল
আনে তরী কিনারায়।
ঘাটে কেউ নাই
মাঝি ঘরে যায়
আঁধারে গগন ছায়।
বৃষ্টি থেমে যায়
রাতের বেলায়
চাঁদতারা হাসে গায়।
ফুটফুটে জোছনায়।
ছোট ছোট সংক্ষিপ্ত কথার বৃষ্টি কাব্য। অভিনন্দন মি. ভাণ্ডারী।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম । সশ্রদ্ধ অভিনন্দন জানাই।
সাথে থাকবেন। প্রত্যাশা রাখি।
জয়গুরু!
সুন্দর লিখেছেন কবি।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম । অজস্র ধন্যবাদ।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকবেন। প্রত্যাশা রাখি।
জয়গুরু!
ভালোবাসাময় ভালোবাসা।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম । সশ্রদ্ধ অভিনন্দন জানাই।
সাথে থাকবেন। প্রত্যাশা রাখি।
জয়গুরু!
প্রিয় শুভেচ্ছা প্রিয় কবি দা।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম । সশ্রদ্ধ অভিনন্দন জানাই।
সাথে থাকবেন। প্রত্যাশা রাখি।
জয়গুরু!
সুন্দর কবিতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য কবি।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম । সশ্রদ্ধ অভিনন্দন জানাই।
সাথে থাকবেন। প্রত্যাশা রাখি।
জয়গুরু!
অভিনন্দন কবি।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম । সশ্রদ্ধ অভিনন্দন জানাই।
সাথে থাকবেন। প্রত্যাশা রাখি।
জয়গুরু!