অনুপ্রেরণার বৃষ্টি

অনুপ্রেরণার বৃষ্টি

যা অন্যায়, যা অসঙ্গতি
যা অবক্ষয়, যা দূর্নীতি
যা আছে অনিয়মের নিয়মে
তুলে আনবো কলমে কলমে
এ আমার দৃঢ় অঙ্গিকার।

তবে আমিও ফেরেস্তা নই
আমিও ভুলের উর্ধে নই
আমার ভুল ত্রুটি চোখে পড়লে ভাই
জানিয়ে দিও আমায় শুধরে নিতে চাই
এটুকুওই আছে শুধু চাইবার।

আমি মানুষ, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি
সৃষ্টির মাঝে করতে এসেছি অণুসৃষ্টি
নাই বা দিলে ভালোবাসা
তবুও আমার প্রত্যাশা
অন্তত ঢেলে দিও অনুপ্রেরণার বৃষ্টি।।

8 thoughts on “অনুপ্রেরণার বৃষ্টি

  1. আমি মানুষ, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি
    সৃষ্টির মাঝে করতে এসেছি অণুসৃষ্টি
    নাই বা দিলে ভালোবাসা
    তবুও আমার প্রত্যাশা
    অন্তত ঢেলে দিও অনুপ্রেরণার বৃষ্টি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সুন্দর কাব্য গাথা কবি ইলহাম ভাই। আপনার উপস্থিতি নিয়মিত চাই কবি। :)

  3. অভিনন্দন প্রিয় কবি ইলহাম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. এমন প্রত্যয় আর সুখ উপলব্ধি অক্ষয় থাক। :)

  5. মুগ্ধ হতে বাধ্য হয়েছি কবির কবিতার কথামালায়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।