ঝরাপাতা ও আমি

ঝরাপাতা বড় অবেলায় তোমার সাথে দেখা হলো। আজ বিকেলের ক্লান্তির পরশে তোমার বুকে বসে পরি, টু শব্দটি করনি, একবার ও আমাকে কিছু বলার সময় হলো না ? আমি বড়ই অভাগা তোমার রূপযৌবনে পাশে বসিনি বলে। সবুজ চিরকুট আমার বুকের ভেতরে গেথে মলিন বিকেলের বন্দনা করি আর তুমি অভিমানে নিস্তব্ধ। ঝরাপাতা বিকেলের প্রান্ত পরশে নিবো আলোর ধূসর আভায় আমি হারিয়ে খুজি স্নিগ্ধ রস। ক্লান্তির বিষাদে আমি পুড়ে আংড়া হই তথনও তুমি নীরব। আমার বিদায় বিষাদের অবগাহনে ক্ষতের সৃত লালা ঝরে, তখনও তুমি অপলক দৃষ্টি বোলাও। ঝরা পাতা আমার ভিতর-বাহির বেদনার নীল চোবলে ক্ষত-বিক্ষত, তুমি ধূলোবালি, বৃষ্টিজল কাদা, সূর্যের তীব্রতা সয়ে পূবালী বাতাসে হাড়াও আমার সঙ্গী হয়ে। ঝরাপাতা দেখা হবে আগামী জন্মে তোমার পরম ভালোবাসার আলিঙ্গনে, কষ্টের অনল নিভিয়ে, সুখ শান্তি শোভায় যৌবনের রূপমুগ্ধতায়।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

15 thoughts on “ঝরাপাতা ও আমি

  1. ভয়াবহ সুন্দর কবিতা উপহার দিয়েছেন আজ। ভালোবাসা কবি শান্ত চৌধুরী ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. গদ্য লিখা পড়ার সুযোগ কম হয়। এই জাতিয় লিখার ভীষণ ভক্ত আমি। জানি না কেন, আমার কাছে ভালো লাগে। যথেষ্ঠ উপমার ব্যবহার করেছেন। শুভেচ্ছা কবি মি. শান্ত চৌধুরী। :)

    1. ধন্যবাদ দাদা 

      নিরন্তর শুভ কামনা …

  3. ঝরাপাতা বিকেলের প্রান্ত পরশে নিবো আলোর ধূসর আভায় আমি হারিয়ে খুজি স্নিগ্ধ রস। ঝরাপাতা বিকেলের প্রান্ত পরশে নিবো আলোর ধূসর আভায় আমি হারিয়ে খুজি স্নিগ্ধ রস। সুখ শান্তি শোভায় যৌবনের রূপমুগ্ধতায়। অসাধারণ কবি শান্ত চৌধুরী। মুগ্ধতা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।