রেড সিগনাল
শহরের পাশে এক গ্রাম ছিল,
গ্রামের মেঠো পথের শেষে
রাস্তার সাথে এক দোতলা বাড়ি ছিল,
বাড়িটার নাম ছিল স্বপ্নপুরী —-!
দোতলার দক্ষিণে এক খোলা জানালা ছিল,
জানালায় এক মেয়ে রোজইই এসে দাঁড়াত
মেয়েটাকে আমার ভীষণ ভাল লেগেছিল,
মেয়েটা লাল পরীর মত দেখতে ছিল-
আমি রাস্তায় গিটার হাতে,
অপলক তাকিয়ে থাকতাম মেয়েটার দিকে,
মেয়েটা আমার মন হরণ করেছে কবে,
নিষ্পলক চোখ,
মায়াবী চাহনী,
ফেলে দিয়ে আমার দু’ চোখের ভাঁজে,
হৃদপিণ্ড আমার কেঁপে কেঁপে ওঠে –
কোন এক অচেনা কণ্ঠস্বর বলে উঠল,
আমাকে দেখো না অমন করে,
আমি যাব যে মরে–!
আমি জানালায় চোখ রেখে
শুধালাম মেয়েটাকে –
কি নাম গো তোমার মেয়ে —
খিলখিল করে হেসে,
হারিয়ে গেল জানালা থেকে….
আর এলো না,
লুকোচুরি ধাঁ- ধাঁ খেলায় –
আমি তখন পাগল প্রায় —
কি করে আমি বোঝায়,
লাল পরীকে ছাড়া বেঁচে থাকায় দায়—-
হৃদয় শূন্য করে ও—— চলে গেছে —-!
বড় বেদনায় গিটার হাতে,
মন গেয়ে ওঠে— —- —–
অন্তর বলে কত কাছে আছ
তুমি,
বাহির বলে কত দূরে চলে গেছ
তুমি————— !
03.07.2019
সুন্দর একদম টাটকা লিখাটি পড়লাম কবি বোন হাসনাহেনা রানু। দীর্ঘদিন পর।
মন্তব্য পাঠে অনুপ্রাণিত হলাম কবি সৌমিত্র দাদা। তবু তো এলাম ফিরে,এই বাংলার নীড়ে ! শুভ কামনা।
"মেয়েটা আমার মন হরণ করেছে কবে, নিষ্পলক চোখ,
মায়াবী চাহনী, ফেলে দিয়ে আমার দু’ চোখের ভাঁজে।" সুন্দর কবিতা কবি।
মন্তব্য পাঠে উৎসাহিত হলাম প্রিয় কবি আজাদ ভাইয়া। শুভ কামনা আপনার জন্য।
কবিতাটি অফলাইনে পড়লাম কবি রানু। আপনার নতুন লিখা দেখে লগিন করলাম এবং আদ্যপান্ত পড়লাম। কবিতাকে যেন শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন মনে হলো। অসাধারণ লিখেছেন। পৃথিবী থেমে থাকে না, জীবন চলবে জীবনের নিয়মে। কখনও এর ব্যত্যয় ঘটবে না। ধন্যবাদ অনেক ধন্যবাদ আপা।
আপনার মন্তব্য প্রকাশে ভীষণ মুগ্ধ হলাম প্রিয় কবি বন্ধু সুমন আহমেদ। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা কবি।
মুগ্ধ হলাম প্রিয় দিদি ভাই। আবার সজাগ হয়েছেন, আমাদের মনে পড়েছে দেখে খুশি হলাম।
মন্তব্য পাঠে খুশি হলাম প্রিয় রিয়া দি' ভাই । আপনাদের মাঝে ফিরে এসে আমার ও ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, দিদিভাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। শুভেচ্ছা নিন।
মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম। খুবই ভালো লেগেছে দিদি। কিছুদিন আপনার লেখা পড়তে পারিনি। নাকি আপনি নিজের ব্লগে পোস্ট দেননি?
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম কবি নিতাই দাদা। হাঁ দাদা, আপনার নিচের কথাটাই সত্য।ব্লগে লেখা হয়নি।শুভ কামনা।
বড় বেদনায় গিটার হাতে,
মন গেয়ে ওঠে— —- —–
অন্তর বলে কত কাছে আছ
তুমি,
বাহির বলে কত দূরে চলে গেছ
তুমি————— !
নিঃসীম বিরহের পংক্তিমালা…..
আপনি যথার্থই বলেছেন কবি মোহাম্মদ যুনাইদ। শুভেচ্ছা নিন।
অমিয় কাব্য ধারায় সিক্ত হলাম কবি রানু আপা।
আন্তরিক ধন্যবাদ শাকিলা আপা। শুভ কামনা ।
অভিনন্দন কবি রানু আপা।
ভালো কবিতা।