সব গোপনীয়তা ঝেড়ে চলো
বাক্সভর্তি দুঃখ নিয়ে সমুদ্রে যাই
জলকেলি করি
সুখ উদযাপন করি
দেখো এই শীত শীত মন্থনে আমি কেমন কুঁকড়ে গেছি
ভোর দুপুরে একটা সাদা পাখি আমার মতো একা
যে ওড়ার কথা সে এই জুনের শীতে খালি গায়ে হাঁটে
আমি বালিতে মুখ গুজে সুখ খুঁজে বেড়াই
অতএব চলো আমরা সমুদ্রে দু;খ উদযাপন করি
তুমি ওড়ার জন্য পাখা লাগিয়ে ফু দেবে বলে
জ্বীন খোঁজ
তোমার ওখানে ভর গরমে জ্বীনেরা
আমার মত দুঃখ শীতে
নদী খোজে
তোমার নারী সুখে মন্থনের কথা বলে
আর আমি দুঃখ উদযাপনে
বাক্স পেটরা নিয়ে সমুদ্র যাই
হঠাৎ হঠাৎ কোথায় হারিয়ে যান জানি না। অনেকের লেখাতে আপনার উপস্থিতিও নেই, উত্তর না জানলেও জানি হয়তো ব্যস্ত থাকেন। কবিতাটি পড়লাম দিদি ভাই। ভাল থাকুন।
আসলেই ব্যস্ত থাকি। রাগ করো না। সময় পেলেই ঢুঁ দেবো সবার লেখায়। ভালো থেকো।
দুঃখ উদযাপনে আমাকেও সাথে নেবেন নাজমুন আপা। আমি দুখী মানুষ।
অনেকদিন পর এসে দুঃখ উদযাপন আর আমাদের পোস্ট পড়বেন না তাতো হতে পারে না বোন। দুঃখের বিলি বন্টন তো হলো, এবার সুমন ভাইয়ের সাথে আমাদেরও সমুদ্রে নিয়ে চলুন। অস্ট্রেলিয়া।
পোস্ট পড়ার নৈতিক দায়িত্ব তো আছেই।আর আপনাদের এতো ভালো ভালো লেখা পড়বো না তাতো হয় না।
আর দুঃখ উদযাপনের জন্য অস্ট্রেলিয়ার সমুদ্র পাড়ে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি
সেই ভালো। কবিতায় শুভযাত্রায় শুভেচ্ছা।
ধন্যবাদ। ভালো থেকো তুবা।
কবিতায় এই যাতনা সহ্য করতে পারছি না আপা। প্লিজ দাওয়াত দেন। নিরসন করে আসি। এই বাক্য বাণ আমার একার না; বোধকরি অনেকের। ( সরি ফান করলাম) ধন্যবাদ।
হা হা। সবাইরে দুঃখ উদযাপনের দাওয়াত
শুভেচ্ছা কবি আপা।
আপনাকেও শুভেচ্ছা সাজিয়া আপা।
আমরা দুঃখ উদযাপন করি। সুতরাং দুঃখ উদযাপনে ক্যাটারিং এর দায়িত্ব দিতে পারেন। আমরা অতি বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করি। বিফলে মূল্য ফেরত।
হা হা৷ বিশ্বস্ত পার্টিকেই ক্যাটারিং এর দায়িত্ব দেয়া হ।।
দুঃখ উদযাপন সমুদ্র তটে। বাহ কি সুন্দর অনূভূতি।