শব্দ গুলো তোমার জন্য
[তোমার জন্য- যে তুমি এনে দিলে এমন গর্বিত উপলক্ষ,
আমার এ শব্দমালা শুধু সে তোমার জন্য]
কিছু শব্দ ভোরের কাছে লিখছি সুখের তর্জমাতে
কিছু শব্দ তোমার নামে অনুভবের প্রহর বুনি,
কিছু শব্দ খোদাই করি, তোমার নামে নামাঙ্কিত
কিছু শব্দ বুকের ভেতর তোলে তোমার প্রতিধ্বনি।
কিছু শব্দ মৌন হয়ে আরও মুখর আপন ঢঙ্গে
কিছু শব্দ সলাজ প্রেমে ঠিক মেখেছি তোমার অঙ্গে।
কিছু শব্দ শব্দ নয় ঠিক, বুকের ভাষার অনুবাদে
কিছু শব্দ ভাসিয়ে দিলাম অমন সুখে নির্বিবাদে।
কিছু শব্দ দাগ কেটে যায় বুক পাঁজরে স্বাক্ষী রেখে
কিছু শব্দ উল্লোসিত তোমার সুখের মুখটি দেখে।
কিছু শব্দ আপ্লুত আজ অনিবার্য কারণ দোষে
কিছু শব্দ চতুর্দিকে, ছড়িয়ে দিলাম ভালোবেসে।
ভালবাসার আবেগে জড়ান লাইনগুলি পড়তে ভালই লাগল।
ধন্যবাদ।
ধন্যবাদ যুনাইদ ভাই। শুভ সকাল।
আপনার সবই তো তুমি নির্ভর।
সবই তুমি নির্ভর। ধন্যবাদ আসিফ আহমেদ ভাই।
অসম্ভব সুন্দর কবিতা
ধন্যবাদ এই মেঘ এই রোদ্দুর। শুভ সকাল।
কবিতার বিচারে আপনার কবিতা অসাধরণ সুমন আহমেদ। বলতে পারি আদর্শ।
অনেক ধন্যবাদ প্রিয় আজাদ ভাই। সালাম।
কবিতা পড়ে মন ভালো হয়ে গেলো শ্রদ্ধেয় কবি ভাইয়া,
শুভেচ্ছা জানবেন সতত ,,,
ধন্যবাদ প্রিয় পথিক সুজন ভাই। শুভেচ্ছা।
এমন কবিতা হাজার বার পড়তে রাজী আছি আমি প্রিয় কবি সুমন ভাই।
তাই নাকি !!
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী। 
অতপর কিছু শব্দের কবিতারা ভর করেছে মস্তিস্কে। ভালো লাগা ছিলো সর্বত্র কবিতায়।
ধন্যবাদ ভাই মেঘ প্রিয় বালক। শুভ সকাল।
কিছু শব্দ আপ্লুত আজ অনিবার্য কারণ দোষে
কিছু শব্দ চতুর্দিকে, ছড়িয়ে দিলাম ভালোবেসে।
এইটাই ভাল হয়েছে কবি সুমন আহমেদ। অসাধারণ।
খুব খুশি হলাম কবি রিয়া চক্রবর্তী। শুভ সকাল।
অসামান্য লেখা সুমন ভাই।
ধন্যবাদ হরবোলা আবু সাঈদ ভাই।
দুইবার পাঠেই খুব প্রিয় হয়ে উঠলো কবিতাটি। অভিনন্দন কবি।
খুশি হলাম কবি সাজিয়া আফরিন।
অভিনন্দন সুমন ভাই।
ধন্যবাদ কবি শাকিলা তুবা।
কিছু শব্দ চতুর্দিকে, ছড়িয়ে দিলাম ভালোবেসে…
ধন্যবাদ কবি যাযাবর জীবন ভাই।