হেঁটে যাই


ভবঘুরে

হেঁটে যাই রৌদ্র শুভ্রতায় ঘেমে
কখনও বৃষ্টি বর্ষণে কাশফুল ছুঁয়ে
কখনও শঙ্খচিল, বুনোহাঁস হয়ে
নির্জন আঁধার জোনাকির
মৃদু আলো ……

রক্তজবা লাল রঙের মিষ্টতা ছুঁয়ে
উর্বর প্রশান্তির কোন কালো কেশী
রমণীর চুল ছুঁয়ে।

বিকেলের সূর্যস্নানে পাখিদের
নিবাসে ফিরে যাওয়ার মিছিল
তখনও মোহমুক্তি অথবা
ফেরারী।

নীল আকাশ শুভ্র শাদা মেঘের ভেলা
পরিনত একটি অধ্যায়
থেকে নেই পথ চলা।

মেঠোপথ অলকগুচ্ছ
এক পা, দু’পা করে
সারি সারি ঝাউবনের
সবুজ ছুঁয়ে
অনিকেত পথচারী
বেলাভূমি অথবা পূর্ণ
শ্রাবণের একরাশ সিক্ততা ছুঁয়ে।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

16 thoughts on “হেঁটে যাই

  1. কখনও শঙ্খচিল, বৌণহাঁস হয়ে
    নির্জন আঁধার জোনাকির
    মৃদু আলো …

    চমৎকার কথা কাব্য শান্ত ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কবিতার ফরমেট, ভাষা শিল্পের নৈপূণ্য রীতিমত আকর্ষণীয়।
    অভিনন্দন মি. শান্ত চৌধুরী। :)

  3. ভালোবাসার কবিতায় ভালোবাসা কবি শান্ত চৌধুরী ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।