আমার কবিতা সমগ্র
প্রথম খণ্ড
গাঁয়ের কবিতা-৫
-লক্ষ্মণ ভাণ্ডারী
আমাদের ছোট গাঁয়ে ছোট ঘর আছে,
প্রভাতে পাখিরা সব নাচে গাছে গাছে।
কাননে কুসুম ফোটে সৌরভ ছড়ায়,
পুঞ্জে পুঞ্জে অলিদল পুষ্প কুঞ্জে ধায়।
গাঁয়ে আছে তালদিঘি পাশে আমবন,
বসন্তে কোকিল ডাকে হরষিত মন।
আমাদের ছোট গাঁয়ে রাঙাপথ বাঁকে,
ফেরিওলা ফেরি নিয়ে ঘন ঘন হাঁকে।
এগাঁয়ের পাশে নদী নামটি অজয়।
অবিরাম কল কল জল ধারা বয়।
বৈশাখে অজয় নদে হাঁটুজল রয়,
আষাঢ়ে প্রবল বান, ভয়ঙ্কর হয়।
গাঁ আমার মা আমার গাহে কবি গান,
গাঁয়ের কবিতা লিখে ভাণ্ডারী শ্রীমান।
কাননে কুসুম ফোটে সৌরভ ছড়ায়, পুঞ্জে পুঞ্জে অলিদল পুষ্প কুঞ্জে ধায়। অসাধারণ।
আপনর সুন্দর মন্তব্যে মুগ্ধ হও আপ্লুত হলাম
আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
সরল কবিতায় শুভেচ্ছা কবি ভাণ্ডারী দা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম ও অনুপ্রেরণা পেলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
সুন্দর।
মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম। শুভেচ্ছা রইল।
সাথে থাকবেন। জয়গুরু!
ভালোবাসা লক্ষ্মণ ভাণ্ডারী দা।
মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম। শুভেচ্ছা রইল।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
বৈশাখে অজয় নদে হাঁটুজল রয়,
আষাঢ়ে প্রবল বান, ভয়ঙ্কর হয়।
গাঁ আমার মা আমার গাহে কবি গান,
গাঁয়ের কবিতা লিখে ভাণ্ডারী শ্রীমান।
মন্তব্যে মুগ্ধ ও আনন্দিত হলাম। প্রীতি আর শুভেচ্ছা জানাই।
সাথে থাকবেন। জয়গুরু!
সুন্দর
আপনর সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আপ্লুত হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
আবৃত্তি করার মতো।
ভালো কবিতা।