আমার কবিতা সমগ্র-গাঁয়ের কবিতা-৮

আমার কবিতা সমগ্র
প্রথম খণ্ড

গাঁয়ের কবিতা-৮
-লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে সুখশান্তি আছে ভালবাসা,
এই গাঁয়ে জাগে মোর, নব নব আশা।
স্বর্গের সমান জানি এই গাঁ আমার,
গাঁয়ের মানুষ সবে মোর আপনার।

গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল,
গাছে গাছে ধরে কত ফুল আর ফল।
ছোট ছোট বাড়ি ঘর, সবুজের ছায়ে,
নানা জাতি ভাষা এক আমাদের গাঁয়ে।

এ গাঁয়ের চাষী ভাই, চাষ করে মাঠে,
মাঝি ভাই নৌকা বায় অজয়ের ঘাটে।
কামার কুমোর জেলে তাঁতি ও গোয়ালা,
আছে মালাকার ভাই রোজ গাঁথে মালা।

সবুজ ছায়ায় ঘেরা ছোট গ্রাম মোর,
দিনশেষে সন্ধ্যা নামে রাতি হয় ভোর।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

14 thoughts on “আমার কবিতা সমগ্র-গাঁয়ের কবিতা-৮

  1. আপনার সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়। কৃতজ্ঞতা প্রকাশ করি।
    আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। সশ্রদ্ধ অভিনন্দন।
    সাথেই থাকবেন। অনুপ্রেরণা দিয়ে পাশে রাখুন।
    জয়গুরু!

  2. পদ্য কবিতাটি পড়লাম ভাণ্ডারী দা। আমার অভিনন্দন রেখে গেলাম। :)

    1. মন্তব্যে মুগ্ধ ও আনন্দিত হলাম। প্রীতি আর শুভেচ্ছা জানাই।
      সাথে থাকবেন। জয়গুরু!

    1.  

      সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবি বোন আমার।

      প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন জানাই
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

  3. অসাধারণ চলছে পদ্য কবিতা কবি ভাণ্ডারী দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. মন্তব্যেে মুগ্ধ ও আবেশিত হলাম প্রিয় কবিপ্রতীম। শুভেচ্ছা রইল।
      সাথে থাকুন, পাশে রাখুন। অভিনন্দন জানাই।
      জয়গুরু!

    1. মন্তব্যে মুগ্ধ ও আনন্দিত হলাম। প্রীতি আর শুভেচ্ছা জানাই।
      সাথে থাকবেন। জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যেে মুগ্ধ হলাম ও অনুপ্রেরণা পেলাম।

      প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন জানাই
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

    1. আপনর সরল ও সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আনন্দিত হলাম

      নতুন করে আরও ভালো লেখার প্রেরণা পেলাম।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।