আমার কবিতা সমগ্র
প্রথম খণ্ড
গাঁয়ের কবিতা-১০
-লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে ছোট ছোট মাটির কুটির,
গ্রাম ছেড়ে রাঙাপথ গেছে নদীতীর।
পথের দুধারে তাল খেজুরের সারি,
রাঙাপথে প্রতিদিন চলে গরুগাড়ি।
ছোট গাঁয়ে আঁকা বাঁকা গলিপথ আছে,
সারাদিন পাখি সব গাহে গাছে গাছে।
আম কাঁঠালের বন, বাঁশবন বাঁকে,
বাঁশবনে মুরগীরা থেকে থেকে ডাকে।
ছোট গাঁয়ে ছোট নদী মাঝি খেয়া বায়,
নৌকায় চড়ে যাত্রীরা পার হয়ে যায়।
সারাদিন খেয়া বায় এ গাঁয়ের মাঝি,
ধান খেতে করে চাষ এ গাঁয়ের চাষী।
সাঁঝের সানাই বাজে আমাদের গাঁয়ে,
চাঁদ তারা উঠে ফুটে আকাশের গায়ে।
গ্রাম কবিতার দশম খণ্ড পড়লাম মি. ভাণ্ডারী। সহজ সরল প্রকাশ।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সতত সাথে থাকবেন প্রিয়।
আপনাকে সশ্রদ্ধ চিত্তে প্রণিপাত করি।
জয়গুরু!
সাঁঝের সানাই বাজে আমাদের গাঁয়ে, চাঁদ তারা উঠে ফুটে আকাশের গায়ে।
অনেক সুন্দর প্রকাশ কবি।
মন্তব্যে মুগ্ধ হলাম কবিবর। সতত সাথে থাকবেন প্রিয়।
আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
মন ভাল করে দেয়ার মত কবিতা। এই ধারবাহিকের প্রতিটি কবিতা পড়েছি।
সুন্দর মন্তব্যে মন মুগ্ধ হয়ে হয়ে যায়। সাথে থাকুন।
আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
অভিনন্দন প্রিয় কবি দা।
আন্তরিকতায় মুগ্ধ হলাম প্রিয়। সাথে থাকবেন।
জয়গুরু!
সুন্দর কবিতা।
সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম প্রিয়কবি। সাথে থাকুন।
আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
ভালো লিখেছেন।
মন্তব্যে মুগ্ধ হলাম । সতত সাথে থাকবেন প্রিয়।
জয়গুরু!
এমন পদ্য মন ভালো করে দেয়।
আপনার সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম প্রিয়কবি। সাথে থাকুন।
আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
জয়গুরু!