একদিন সব ঝড় থেমে যাবে
পাখিদের সুখের সংসারে আর
কোনো বাড়তি খড়কুটো থাকবে না।
একদিন সব যুদ্ধ থেমে যাবে
ছবিতে ছবিতে ভরে যাবে
তোমার পাহাড়ী বাড়ি
তোমার ছাদের বাগান পুকুরে
মাছের মহামিলন হবে।
একদিন মেঘে মেঘে বৃষ্টি নামবে,
সুর তুলবে তোমার উঠোনে,
জমা জলে ভাসবে কাগজের নৌকা।
একদিন সবকিছু শান্ত হবে।
সেদিনও আমি একা দাঁড়িয়ে থাকবো
পাহাড়ের মতো একা,
নির্জন দ্বীপের মতো একা।
একদিন বলেছিলাম দুজনে
বৃষ্টিতে ভিজবো হাত ধরে
এখন বৃষ্টি হলে ভিজে যায় বিশ্ব চরাচর।
একা আমি দূরে দাঁড়িয়ে
তাদের ভিজে যাওয়া দেখি।
আমার আর বৃষ্টি ভেজা হয় না।
_____________
রিয়া রিয়া চক্রবর্তী।
আপনি এমনিতেই সুন্দর লিখেন সত্য। আজকের কবিতাও সুন্দর; শেষে বিষণ্নতা।
ও কিছু না প্রিয় বন্ধু। শুভেচ্ছা জানুন।
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ রিয়া চক্রবর্তী দিদি। খুউবি সুন্দর কবিতা।
অনুপ্রাণিত হলাম কবি দিদি ভাই।
মন কাড়া কবিতা উপহার। অভিনন্দন কবি রিয়া রিয়া।
ধন্যবাদ কবি সুমন আহমেদ দা।
মুগ্ধতা ভর করেছে আমি পাঠকের মস্তিস্কে। কি সুন্দর মনের প্রকাশ। সব থেমে যাক,কোলাহল থেমে যাক।
শুভেচ্ছা নিন কবি দা।
একদিন মেঘে মেঘে বৃষ্টি নামবে,
সুর তুলবে তোমার উঠোনে,
জমা জলে ভাসবে কাগজের নৌকা।
মুগ্ধতা রেখে গেলাম রিয়া দি
অনেক ধন্যবাদ প্রিয় কবি দা।
শ্রদ্ধেয় রিয়া দিদি, অনেকদিন ব্লগে না এসে আপনার অনেক লেখা মিস করেছি। তাই আমি ব্যক্তিগতভাবে দুঃখিত! আর নয় মিস করা। এবার হোক নতুন করে শুরু করা।
কবিতা পাঠে মুগ্ধতা রেখে গেলাম শ্রদ্ধেয় রিয়া দিদি।
শুভেচ্ছা নিন প্রিয় কবি নিতাই দা।
অনন্য সুন্দর কবিতা কবি রিয়া।
কৃতজ্ঞতা প্রিয় কবি দি।
যদিও ফেসবুকে আগেই পড়ে নিয়েছি। একটা কথা কয়দিন ধরে খুব মনে হচ্ছিল। কবিসাহিত্যিকরা খুবই সংবেদনশীল, প্রকৃত কবিদের মন প্রকৃতির সাথে অনেক বেশি একাত্ম। আমরা কয়দিন এতো বৃষ্টি বৃষ্টি করলাম যে টানা বৃষ্টিতে বন্যা চলে আসলো। এখানে বৃষ্টি যদিও প্রতিকী। তবে আমি বিশ্বাস করি শব্দ মানেই শক্তি, যা বাস্তবতা সৃষ্টি করে।
খুব প্রাণবন্ত
ছবি দেখছি ইদানীং। রিয়া দেবীর জয় হোক 




ভাল বলেছেন দাদা। খুশি হলাম। আপনি ভাল থাকুন ঈশ্বর প্রার্থনা করি।
অনুপম ভাবনার অনবদ্য কাব্য।
একরাশ বৃষ্টিভেজা ভালোবাসা প্রিয়কবি।
আপনার জন্যও শুভকামনা প্রিয় কবি দা।