আমি একজন বাঙালি। বাঙলা আমার মাতৃভাষা। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য এদেশের অগণিত জনতা রক্ত দিয়ে মাতৃভাষা রক্ষা করেছিল। কিন্তু দুঃখের বিষয় দুঃখের সাথে বলতে হয়, সেই ভাষা আন্দোলন ৬৮ বছর গত হয়ে গেলেও; এখনো আমার এই মাতৃভাষার স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, শব্দ, বাক্য, উচ্চারণ-সহ লেখা নিয়ে ঘষামাজার শেষ হয়নি। প্রতিবছর পরপরই বর্ণের পরিবর্তন, শব্দের পরিবর্তন, বাক্যের সংযোজন, বানানের হেরফেরের ঘষামাজা চলছেই চলছে।
কিন্তু বাংলাদেশের ৮টি বিভাগের অঞ্চলের অনেক আঞ্চলিক ভাষা প্রচলিত আছে। তারমধ্যে প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জেরও আঞ্চলিক ভাষা আছে। যেই ভাষা আজ পর্যন্ত কোনও ভাষা বিজ্ঞানী রদবদল করতে পারেনি। এই ভাষা আমার মায়ের ভাষা, আমার মুখের ভাষা। আমদের নারায়ণগঞ্জবাসীর কথ্য ভাষা। আমাদের সেই গর্বের ভাষার কিছু শব্দ সবার মাঝে গর্বের সাথে শেয়ার করছি।
শব্দের পরে ও:
আইও, আও, যাও, যাইও, খাও, খাইও, খায়াইও, লও, লইও, দাও, দেও, দিও, দেয়াও, নেও, নাও, নিও, নেয়াও, কও, কয়াও, কইও, করাইও, গাও, গাইও, গায়াইও, কিও, পাও, পাইও, হও, হইও, বও, বইও, দাঁড়াও, খাড়াও, খাড়ইও, পুইড়ও, পোড়াইও, ধরও, ধরাও, ধরাইও, ভরাও, ভরাইও, মারও, মরও এমন আরও অনেক আছে।
শব্দের পরে ন:
আইয়েন, যাইয়েন, বইয়েন, বাইয়েন, কইয়েন, কয়াইয়েন, খাইয়েন, খায়াইয়েন, লইয়েন, লয়াইয়েন, দিয়েন, দেয়াইয়েন, নিয়েন, নেয়াইয়েন, বাইয়েন(নৌকা), বায়াইয়েন, হুইয়েন, হোয়াইয়েন, গাইয়েন, গায়াইয়েন, হুনায়েন, হুনাইয়েন, ঘুমায়েন, খারইয়েন, দাঁড়াইয়েন, কইরেন, করাইয়েন, ধরাইয়েন, ভইরেন, ভরাইয়েন, বুইঝেন, বুঝাইয়েন, বানাইয়েন, সরাইয়েন, হামলাইয়েন, সামলাইয়েন, ছাইরেন, ছাড়াইবেন, মাইরেন, মারাইয়েন এমন আরও আছে।
শব্দের পরে ব+এ যোগে ন:
আইবেন, যাইবেন, বইবেন, আনবেন, আনাইবেন, নিবেন, নেয়াইবেন, দিবেন, দেয়াইবেন, খাইবেন, খায়াইবেন, লইবেন, লয়াইবেন, হুইবেন, হোয়াইবেন, ঘুমাইবেন, হুনাইবেন, হুনতাছেন, হুনবেন, কইবেন, কয়াইবেন, করবেন, করাইবেন, ধরবেন, ধরাইবেন, ঘুরবেন, ঘুরাইবেন, মানবেন, মানাইবেন, পাযাইবেন, পাইবেন, আঁরাইবেন, আঁরবেন, আঁসবেন, হাসবেন, হাসাইবেন, ভরবেন, ভরাইবেন, উডবেন, উডাইবেন, বেচবেন, কিনবেন, ঠকাইবেন ঠকবেন, পড়বেন, পড়াইবেন, শিখবেন, শিখাইবেন, হিগবেন, হিগাইবেন, জিতাইবেন, জিতবেন, আঁরাইবেন, আঁরবেন, হারবেন, নামবেন, নাবাইবেন, সরাইবেন, সরবেন, জাঁতবেন, বকবেন, ঝকবেন, ছাড়বেন, ছাড়াইবেন, ভাবাইবেন, ভাববেন, মারবেন মরবেন এমন আরও অনেক!
শব্দের পরে ছ:
আইছ, বইছ, বয়াইছ, খাইছ, খায়াইছ, গেছ, ধরছ, ধরাইছ, করছ, করাইছ, পারছ, পারাইছ, হুইছ, হোয়াইছ, ঘুমাইছ, কিনছ, কিনাইছ, বেচছ, বেচাইছ, দিছ, দিতাছ, নামছ, নামাইছ, ভরছ, ভরাইছ, পড়ছ, পড়াইছ, পড়াইতাছ, ছাড়ছ, ছাড়াইছ, ছাড়াইতাছ, আনছ, আনাইছ, আনতাছ, হুনছ, হুনাইছ, উঠছ, উডাইছ, উডাইতাছ, ঘুরছ, ঘুরাইছ, ঘুরাইতাছ, বকছ, ধকছ, গেছ, পিডাইছ, লাগাইছ, লাগছ, বুঝছ, বুঝাইছ, বুঝতাছ, হুনছ, হুনাইছ, ভাবাইতাছ, ভাবতাছ, ভাবছ, দেখছ, দেখাইতাছ, দেখতাছ, লইছ, লয়াইছ, লইতাছ, কান্দাইছ, কানছ, কানতাছ, শিখছ, শিখাইছ, শিখাইতাছ, হিগছ, হিগাইছ, হিগাইতাছ, গাইছ, গায়াইছ, জিতাইছ, জিতাইতাছ, জিতছ, ঢরাইছ, ঢরাইতাছ, মরছ, মারছ এমন আরও আছে।
শব্দের পরে ছে:
আইছে, আইতাছে, গেছে, যাইতাছে, দেখছে, দেখতাছে, দেখাইতাছে, খাইছে, খাইতাছে, হুইছে, হুইতাছে, হুনছে, হুনতাছে, কইছে, কইতাছে, হুগাইছে, হুগাইতাছে, বইছে, বইতাছে, বাইছে, বাইতাছে, নুইছে, নুইতাছে, বকছে, বকতাছে, ভরছে, ভরতাছে, হিগছে, হিগাইতাছে, আঁসছে, (হাসি) আঁসতাছে, গাইছে, গাইতাছে, জিতছে, জিতাইতাছে, চলছে, চালাইতাছে,ভরছে, ভরতাছে, মারতাছে, মরছে এমন আরও অনেক শব্দ আছে।
শব্দের পরে ছ+এ যোগে ন:
আইছেন, বয়াইছেন, বইছেন, খায়াইছেন, খাইছেন, খাইতাছেন, গেছেন, যাইতাছেন, ধরছেন, ধরাইতাছেন, কইছেন, কয়াইছেন, করছেন, করাইতাছেন, করতাছেন, ঢরাইছেন, ঢরাইতাছেন, উঠছেন, উডাইতাছেন, ঘুরছেন, ঘুরাইতাছেন, ঘুরাইছেন, লইছেন, লইতাছেন, লয়াইতাছেন, দেখছেন, দেহাইছেন, ছাড়ছেন, ছাড়াইতাছেন, বুঝছেন, বুঝাইছেন, বুঝাইতাছেন, ঘুমাইছেন, ঘুমাইতাছেন, হুনছেন, হুনাইছেন, হুনাইতাছেন, গাইছেন, গায়াইছেন, গাইতাছেন, পড়ছেন পড়াইতাছেন, দিছেন, দিতাছেন, দেখছেন, দেখাইছেন দেখতাছেন, শিখছেন, শিখাইতাছেন, হিগছেন, হিগাইতাছেন, ভাবাইছেন, ভাবাইতাছেন, ভাবছেন, লাগাইছেন, লাগাইতাছেন, লাগছেন, বাইরাইছেন, বাইরাইতাছেন, মারছেন, মারতাছেন মরছেন।
শব্দের পরে ‘ন’ এবং ন্ন:
খাইয়েন, খাইয়েন্না, যাইয়েন, যাইয়েন্না, পাইয়েন, পাইয়েন্না, বইয়েন, বইয়েন্না, কইয়েন, কইয়েন্না, হুয়েন, হুইয়েন্না, নিয়েন, নিয়েন্না, দিয়েন, দিয়েন্না, বেচ্চেন, বেচ্চেন্না, কিননেন, কিননেন্না, কইরেন, কইরেন্না,পইড়েন, পইড়েন্না, পড়াইয়েন, পড়াইয়েন্ন, শিক্ষেন শিক্ষেন্না, ধইরেন, ধইরেন্না, ঘুমাইয়েন, ঘুমাইয়েন্ন, গাইয়েন, গাইয়েন্না, পাইয়েন, পাইয়েন্না, পাইতেন্না, সইরেন, সইরেন্না, সরাইয়েন্না ভইরেন, ভইরেন্না, লাগাইয়েন, লাইগেন, লাগাইয়েন্না, বাজাইয়েন, বাজাইয়েন্না, হিগাইয়েন, হিগাইয়েন্না, শিখাইয়েন, শিখাইয়েন্না, মাইরেন, মাইরেন্না, আইসেন, আইসেন্না, লইয়েন, লইয়েন্না, পাইড়েন, পাইড়েন্না, উইঠেন, উইঠেন্না, বইকেন, বইকেন্না, বুঝেন, বুঝেন্না, ভাইবেন, ভাবাইয়েন্না, মাইরেন, মাইরেন্না,
শব্দের পরে র+এ=রে:
নাইরে, নারে, হরে, করে, লরে, কররে, দেরে, কেরে, পরে, পারিরে, পারবিরে, পারছরে, পাইছেরে, পাইবোরে, পাইতো নারে, খারে, খায়রে, খাবিরে, খাইবোরে, খাইতাছেরে, হোরে, ঘুমারে,দিবিরে, দিছরে, নিছরে, নিছেরে, উডাইছেরে, উডাইতাছেরে, উঠছেরে, ঘুমাইছেরে, ঘুমাইতাছেরে, কিনছেরে, কিনতাছেরে, কিনবোরে, বেচবোরে, বিচ্চেরে, বেচতো নারে, কয় কিরে, করিছরে, যাবিরে, ধররে, ধরিছরে, ধরতাছেরে, ভররে, ভরতাছেরে, ভরিছরে, হুনতাছেরে, হুনবোরে, মারতাছেরে, মারিছরে, মররে, মরছিরে।
শব্দের পরে ম+উ=মু:
কোমু, হুনমু, হুনামু, বুঝমু, বুঝামু, যামু, দিমু, হুমু, লোমু, আমু, ঘুমামু, কমামু, জমামু, নিমু, হোয়ামু, নোয়ামু, দেয়ামু, লাগামু, বাড়ামু, ঘুরামু, ঘুরমু, যাওয়ামু, আঁরমু, আঁরামু, কারামু, দেওয়ামু, কোরমু, কিনমু, কিনামু, কামামু, কমামু, বেচামু, বেচমু, ধরামু, ধরমু, ছাড়মু, দেখমু, দেখামু, খামু, খাওয়ামু, কোবামু, পুড়মু, পোড়ামু, জ্বলমু, জ্বালামু, ডুবামু মারমু এমন আরও অনেক!
পোস্টের জন্য আপনাকে অভিনন্দন মি. নিতাই বাবু। অমূল্য এই পোস্ট সংগ্রহে রাখলাম।
কৃতজ্ঞতার সাথে অজস্র ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি দাদা।
বাহ্ সুন্দর পোস্ট সংগ্রহের রাখার মতন
হবিগঞ্জের ভাষার সাথে অনেক মিল আছে নিতাই দা
আপনাদের হবিগঞ্জের আঞ্চলিক ভাষার মতো হতেও পারে। তবে এধরণের ভাষা মনে হয় আমরা নারায়ণঞ্জের মানুষই বেশি ব্যবহার করে থাকি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্য।
অনেকটা জানলাম আপনার এ পোস্ট হতে।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
অসাধারণ কবি নিতাই বাবু।
আমাদের মাতৃভাষা নিয়ে প্রতিবছরই বাঙলা একাডেমি হতে ঘষামাজা চলছেই। এই ঘষামাজার যেন শেষ নেই। এর মাঝেই আমি আমার নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষার কিছু শব্দ লিপিবদ্ধ করে রেখে দিলাম। যাতে অদূরভবিষ্যতে মানুষের চোখে পড়ে।
আমাদের চট্টগ্রামেরও এমন ভিন্ন ভিন্ন সব অক্ষর যুক্ত শব্দ আছে। তবে সহজ নয়।
হ্যাঁ দিদি, আপনি ঠিক বলেছেন। আমিও একসময় চট্টগ্রাম চাকরি করে এসেছি। নিজেও আপনাদের চাটগাঁইয়া ভাষা বলতে পারি। আর নোয়াখালীর ভাষা তো একেবারে মুখস্থই।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেককাল পর এমন পোস্ট পড়লাম। কোন ক্লান্তি বা অবসাদে ভুগলাম না দাদা।
আমিও তো অনেকদিন পর ব্লগে উঁকি দিয়েছি শ্রদ্ধেয় দিদি। তো কেমন আছেন? আমি সাংসারিক কাজে প্রায়সময় ব্যস্ত থাকি। তাই ব্লগে বেশি আসতে পারি না।
ওহোহো। অবিশ্বাস্য সুন্দর পোস্ট নিতাই বাবু। ডাইরেক্ট কপি নিলাম।
খুশি হলাম শ্রদ্ধেয় কবি দাদা।
কথা বললাম না কবি দা। তারকা দিলাম।




খুশি হয়েছি শ্রদ্ধেয় কবি রিয়া দিদি।
সংগ্রহে রাখার মত পোস্ট!
আমাদের মাতৃভাষা নিয়ে প্রতিবছরই বাঙলা একাডেমি হতে ঘষামাজা চলছেই। এই ঘষামাজার যেন শেষ নেই। এর মাঝেই আমি আমার নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষার কিছু শব্দ লিপিবদ্ধ করে রেখে দিলাম। যাতে অদূরভবিষ্যতে মানুষের চোখে পড়ে। একসময় হয়তো এদেশের বিভাগীয় জেলা শহরের গ্রামাঞ্চলের আঞ্চলিক ভাষা নিয়েও টানাটানি লেগে যেতে পারে। আগে থাকতেই সংগ্রশালায় সংরক্ষ।।
বোঝা বড় মুশকিল।