তুমি ও প্রকৃতি
তোমাকে একটি বিকেল দিবো
তুমি তোমার মতো করে সাজিয়ে নিও
প্রজাপতি, ফুল, পাখি, নির্মলবায়ূ।
একগুচ্ছ বৃষ্টি বিলাস, বৌণহাঁস, ডাহুক, বক
হিজল বনের শুভ্রলাল ফুলের বাড়ি
সবুজ সতেজ দূর্বাঘাস, ঘাসফড়িং।
ফুলগুলো তোমার উঠোনে সুগন্ধ বিলোবে
পাখির কিচিরমিচিরে মুখোরিত হবে
তোমার চারপাশ, বৃষ্টি স্রোতের পরশে
ভিজে যাবে লাল হিজলের ফুল।
বিকেলের উত্তাল প্রবাহ শিহরণ
মায়াময় স্বপ্নের তুমি
ডুবে যাবে প্রকৃতির মাঝে।
মেঘ-সূর্যের লুকোচুরি বিলাসে
মুগ্ধ হবে তোমার খেয়াল
পানকৌড়ির মতো সাতার কাটবে
রৌদ্রের পরশে, প্রজাপতির রঙিন ডানায়
সুখের আল্পনা এঁকে। নিস্তব্ধ,নিঝুম
প্রকৃতির রূপে বিমোহিত তুমি।
বিকেলের সব রঙ তোমার মাঝে মিশে
এঁটেল, বেলে মাটির মতো প্রকৃতি নিপুণ
আত্মসুখে মাতাবে উপভোগ্য রূপ।
তুমি ডুবে যাবে, বিকেলের স্বার্ণালী সোপানে
প্রকৃতির সবরূপ মিলিয়ে যাবে তোমাতে।
তোমাকে একটি বিকেল দিবো,
তুমি তোমার মতো করে
সাজিয়ে নিও সুখের পরশে।
কবিতায় মোহিত হলাম কবি শান্ত চৌধুরী ভাই। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ প্রিয় কবি।
অনাবিল শুভ কামনা
কবিতার থিম তৈরীতে ভাব ভাষা উপকরণ সবই লাগে। সেখানে যদি ছোট ছোট অপ্রচলতি এবং সহজ শাব্দিক উপমা জুড়ে দেয়া যায় তাহলে কিন্তু সোনায় সোহাগা।
আমি তেমনটা আপনার কবিতায় লক্ষ্য করি কবি মি. শান্ত চৌধুরী। অভিনন্দন।
ধন্যবাদ প্রিয় কবি।
অনাবিল শুভ কামনা।
কবিতায় মনোহর স্নিগ্ধতা।
ধন্যবাদ প্রিয় কবি।
অনাবিল শুভ কামনা।
ভালোবাসাময় ভালোবাসা কবি শান্ত ভাই।
ধন্যবাদ প্রিয় কবি।
অনাবিল শুভ কামনা।
মানুষের মন হচ্ছে প্রকৃতি। প্রকৃতির মতোই কখনও চঞ্চল কখনও শান্ত।
ধন্যবাদ প্রিয় আপু।
অনাবিল শুভ কামনা।
দারুণ চিত্রকল্প। মুগ্ধ হয়ে পড়লাম !
ধন্যবাদ
অনাবিল শুভ কামনা।
অভিনন্দন প্রিয় কবি দা।
ধন্যবাদ প্রিয় দিদি
অনাবিল শুভ কামনা।
সুন্দর মনোভাব প্রকাশ। কবিতায় তুমি ও প্রকৃতি উভয়কেই ফুটিয়ে তুলেছেন।
কবিতাটা বেশ আবেগঘন!