——-মেঘের জল কণা
মেঘের জল কণা
তুমি, দৃশ্যমান বৃষ্টির কায়া
জলজ অপসরি;
রিম ঝিম রিম ঝিম নিঃশেষ হতে হতে
হারিয়ে যাওয়া; মেঘের ঘঙ্ঘুর বাজে
ফুরিয়ে যাওয়ার খেলায়
অনামি, তুমি।
দ্রোহ বিদ্রোহের মেঘে মেঘে
অশান্ত কান্না গর্জন; তোমারই নিবিড় ক্ষণজুড়ে
অপেক্ষায় বসে ছিল যতটুকু জল
বিরহ ছুঁয়ে রয়, যা’যাবর বেলা
শুধু খসে পড়ে
জলমুখো অভিমানে।
বার বার ছুঁয়ে দেখেছো দ্রোহ নিবাস
মেঘ বালিকার মতো
কি সে যে অভিমান তোমার? তবুও ফিরলে না আর;
অনামি, তুমি।
মেঘের জল কণা; বড়ই যাতনার
১৪২৬/ আষাঢ়/বর্ষাকাল।
বিষয়শ্রেণী: বিরহের কবিতা, রূপক কবিতা
শুভেচ্ছা জানবেন কবি চারু মান্নান।
কবিকে আমার শ্রাবন ভালোবাসা।
অভিনন্দন প্রিয় মাটি ও মানুষের কবি বন্ধু চারু মান্নান।
শ্রাবণ সিক্ত ভালোবাসা যেন বন্ধু,,,,,,,,,,,
দ্রোহ নিবাস, মেঘ বালিকার মতো, কি সে যে অভিমান তোমার? বাহ্।
শ্রাবণের নতুন জল, নতুন মাছের পোনার মতো আপ্লুত হে কবি,,,,,,কদমফুল ভালোবাসা।
ভালোবাসা কবি মান্নান ভাই।
কবিকে আমার শ্রাবণ জল সিক্ত ভালোবাসা।
শুভেচ্ছা কবি।
কবিকে আমার শ্রাবণ জলসিক্ত শুভেচ্ছা,,,,,,,
শুভেচ্ছা প্রিয় কবি দা।
কবিকে আমার শ্রাবণ জলের অফুরান শুভেচ্ছা!
বিরহ বিনে সুখে বাঁচুক জীবন;
দ্রোহ বিদ্রোহের মেঘে মেঘে অশান্ত কান্না গর্জন; তোমারই নিবিড় ক্ষণজুড়ে অপেক্ষায় বসে ছিল যতটুকু জল বিরহ ছুঁয়ে রয়, যা’যাবর বেলা শুধু খসে পড়ে জলমুখো অভিমানে।
অনাবিল শুভ কামনা কবি।
আপনার লিখা আগেও পড়েছি সামহ্যোয়ারইন ব্লগে/ আমার ব্লগে / আমার আইডি নাম ছিলো জেআইসিএস
ও তাই বলেন, অফুরান ভালোবাসা
এ ভালোবাসা ফুরাবার না; না দেখে আত্মার সাথে মিলেছে যে প্রাণ
শ্রাবণ জলে তা’ শিহরিত হউক নিত্য; ভালোবাসায়।
ভালো থাকুন সব সময়,,,,,,,,,,

ধন্যবাদ কবি।
সতত শুভ কামনা
সুন্দর কাটুক প্রতিদিন…
মেঘের জলকনা বড়ই যাতনার। সত্য ও মনের কথা প্রকাশ করেছেন প্রিয়। ভাললাগা জানিবেন কবিতায়।
কবিকে আমার শ্রাবণ জলের ভালোবাসা।
মন ছুঁয়ে গেল।
শ্রাবণ ভালোবাসায় জীবন কাটুক সুখে,,,,,,