আমি দেখতে অবিকল মানুষের মতো
কিন্তুু সত্যিই কি আমি মানুষ ?
না !
আজও আমি মানুষ হতে পারিনি
কিন্তু ! আশ্চর্যের বিষয় হলো,
মানুষের তকমাটা ঠিকই আমি বগলদাবা করেছি ৷
আমি আসলে মানুষের মতোই দেখতে
তাই সবাই আমাকে মানুষই মনে করে,
আর সকাল সাঁঝে কুর্ণিশ করে চলে,
কিন্তু ওরা জানেইনা মানুষের মুখোশে অন্য মানুষ আমি ৷
মানুষের মুখোশে এক প্রতারক খুনি আমি
তোদের সরলতায় তোদের প্রতারিত করি
বিশ্বাসের সাথে অবিশ্বাসের খেলা খেলি
আর সুযোগ বুঝেই চালিয়ে দেই ছুড়ি ৷
মানুষের মতো দেখতে হলেও, আমি কিন্তু ধর্ষক
নারীর সুঢেল বক্ষপিঞ্জর দেখলে
ধর্ষক আত্মা আমার জেগে ওঠে
আমার নির্লজ্জ চোখ ওকে ভোগ করে
আমার বিষাক্ত লালায় প্রতিনিয়ত ওকে ধর্ষিত হতে হয় ৷
তবুও মানুষের মুখোশে আমাকে মানুষই মনে হয় ৷
আমার নির্লজ্জ চোখ ওকে ভোগ করে
আমার বিষাক্ত লালায় প্রতিনিয়ত ওকে ধর্ষিত হতে হয় ৷
তবুও মানুষের মুখোশে আমাকে মানুষই মনে হয় ৷ __ তীক্ষ্ণ ধার কবিতা।
আপনার আন্তরিক মন্তব্যে আমি অনুপ্রাণিত হলাম মুরুব্বী
চরম সত্য বলেছেন।
সুন্দর কথার জন্য শুভকামনা।
ধন্যবাদ আপনাকে
অসম্ভব বাস্তবতার ছোঁয়া থাকে আপনার কবিতায়। শুভেচ্ছা কবি মোস্তাক ভাই।
আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকেও
আত্মসমালোচনা কি আমাদের বোধ বুদ্ধিতে কখনও এমনি করে আঘাত করবে !!
হ্যাঁ অথবা না
আমরা অবিকল মানুষের মত দেখতে। কর্মও আমাদের ফলও আমাদের।
যথার্থই বললেন দাদাভাই
ভাল থাকুন কবি মোস্তাক দা। শুভেচ্ছা।
আপনার জন্যও শুভ কামনা সবসময় প্রিয় দিদিভাই
আমরা অমানুষ। অথবা মহামানুষ।
তা বটে
প্রত্যয়ী লিখা।
জ্বী বুবু
যে দেশে আইন থাকতেও উহার কদর নেই সেদেশে এগুলো স্বাভাবিক।
ঠিক বলেছেন