প্রণাম তোমায় হে ঠাকুর
লক্ষ্মণ ভাণ্ডারী
প্রণাম তোমায় হে ঠাকুর
শ্রী শ্রী ঠাকুর অনুকূল,
চরণপূজা করবো তোমার
এনেছি পূজার ফুল।
তুমি সৃষ্টি, তুমি স্থিতি,
বন্দনা করি নিতিনিতি,
তুমি হে প্রলয়ের গতি
তুমি অকূলের কূল।
প্রণাম তোমায় হে ঠাকুর
শ্রী শ্রী ঠাকুর অনুকূল।
চরণপূজা করবো তোমার
এনেছি পূজার ফুল।
তুমি রাম তুমি কৃষ্ণ
যুগাবতার শ্রীরামকৃষ্ণ
তুমি যীশু, গৌতমবুদ্ধ,
তুমি প্রভু আল্লা রসুল।
প্রণাম তোমায় হে ঠাকুর
শ্রী শ্রী ঠাকুর অনুকূল।
চরণপূজা করবো তোমার
এনেছি পূজার ফুল।
তুমি নররূপে ভগবান,
করিলে সত্দীক্ষা দান,
তুমিই যীশু, তুমি রাম,
অখিল জগতের মূল।
প্রণাম তোমায় হে ঠাকুর
শ্রী শ্রী ঠাকুর অনুকূল।
চরণপূজা করবো তোমার
এনেছি পূজার ফুল।
তুমি যে জগতের সার,
প্রণাম তোমায় বারবার,
দীক্ষা নিলে ভাঙে সবার
জীবনে চলার ভূল।
প্রণাম তোমায় হে ঠাকুর
শ্রী শ্রী ঠাকুর অনুকূল।
চরণপূজা করবো তোমার
এনেছি পূজার ফুল।
চমৎকার কাব্য ..
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
সাথে থাকুন, জয়গুরু!
প্রণাম তোমায় হে ঠাকুর
শ্রী শ্রী ঠাকুর অনুকূল।
চরণপূজা করবো তোমার
এনেছি পূজার ফুল।
গুরু ভক্তির অনন্য শব্দাঞ্জলি। অভিনন্দন কবি মি. ভাণ্ডারী।
সুন্দর মন্তব্যে মুগ্ধ করিলে হে কবি!
লহ মোর প্রীতি আর শুভেচ্ছা।
জয়গুরু!
গুরুর প্রতি ভক্তি জানাই কবি ভাণ্ডারী দা। ভালো থাকুন।
মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। আপনিও ভালো থাকুন।
প্রিয়কবিকে শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
প্রণাম তোমায় হে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল । সম্মান।
সুন্দর মন্তব্যে অভিভূত হলাম।
মন্তব্যে প্রাণিত হলাম
জয়গুরু!
ভালোবাসা কবি ভাণ্ডারী দা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ করলেন কবিবর।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন প্রিয়।
মন্তব্যে আপ্লুত হলাম। জয়গুরু!
প্রণাম সতত প্রিয় কবি দা।
প্রণাম আমার নিও গো ঠাকুর প্রণাম আমার নিও।
বিনিময়ে শুধু চাই না তো কিছু শ্রীচরণে ঠাঁই দিও।।
পরম প্রেমময় পরম দয়ালের
রাতুল চরণে জানাই প্রণাম।
জয়গুরু!