ক্রান্তিকালে বিমর্ষ যাতনা

——-ক্রান্তিকালে বিমর্ষ যাতনা

দক্ষিণ হাওয়া ডাক দিয়ে কয়,
টিয়ার ঠোঁটে বিমর্ষ সুর;
বিভৎস কিছু দেখেছে বুঝি
অভিমানে মুখ ঘুরে, উড়ে গেল দূর বহু দূরে।

শুধায় আকাশ নীল, করোজড়ে মাথা নুয়ে
কি হয়েছে বল না সখা?
ঠোঁটগুলো সব যেন আঠায় আঁটা
কইতে কিছুই মন সায় না দেয়, এ কোন জটিলতা?
উদাস আকাশ বিষন্ন যে
বাতাস টেনে টেনে কয়; মেঘেরে শুধাও
কোন সে বিপন্নতা? থমথমে যে আকাশের প্রাণটা!
সাঁঝ পায় না খুঁজে যে তার খেই।

খেই খুঁজতে আঁধারে নেমে এলো
ক্রান্তিকালের ক্ষয়িষ্ণু খোলস;
যাতনা তাই বিপন্ন দ্রোহে জেগে উঠে
আর কত রক্ত চুষে, আগুনের পরশমনি’ মৃত্তিকা হবে?

১৪২৬/আষাঢ়/বর্ষাকাল।
বিষয়শ্রেণী: জীবনমুখী,রূপক কবিতা

16 thoughts on “ক্রান্তিকালে বিমর্ষ যাতনা

  1. অসাধারণ। মুগ্ধতা রেখে গেলাম। 

     

    কেমন আছেন প্রিয় কবি??

    1. জি কবি ভাই, কদম ফুল ভালোবাসা, জীবন কাটুক সুখে।

  2. জীবনমুখী, রূপক কবিতায় ভালোবাসা প্রিয় মাটি ও মানুষের কবি চারু মান্নান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. বর্ষর জলজ প্রেমে জীবন কাটুক অফুরান ভালোবাসায়,,,,,,,,

  3. অপূর্ব ভাবনার অনবদ্য প্রকাশ।

    ভালো থাকবেন প্রিয়কবি

    1. আমার কদমফুল ভালোবাসা জানবেন,

      এই বর্ষায় ভালো থাকুন সুখে,,,,,,,

  4. ভালোবাসা কবি চারু মান্নান ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. কবিতার ভাষা জটিল হলেও সুন্দর প্রকাশ। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।