একটি দুর্গন্ধযুক্ত কোবতে

একটি দুর্গন্ধযুক্ত কোবতে

ফুল থেকে যখন আচম্বিত দুর্গন্ধ বেরোয়
তখন কবিতায় আর বলার মতো কিছুই থাকেনা,
ইদানিং আমি দূর আর দূরের পার্থক্যও বুঝিনা!

সব গাছে যেমন কাঁটা থাকে না
তেমনি সব আকাশেও মেঘ থাকেনা
তবুও অঞ্জলি ভর্তি করে সবাই চায় গীতাঞ্জলি
দিন শেষে ফুলের মতো মুখ থেকেও যখন
দুর্গন্ধ বেরোয়….
তখন মনে হয় সব কবিতারেও দিই জলাঞ্জলি!

দায়বদ্ধতা অনেকটা জলাবদ্ধতার মতো…দুটোর
একটি হৃদয়ের গভীর থেকে আসে
আরেকটি মৃত্তিকার….
এজগত আসলেই হিংসা, বিদ্বেষ আর ঘৃণার
এখানে কি কোথাও স্থান নেই এতোটুকু ভালোবাসার?

7 thoughts on “একটি দুর্গন্ধযুক্ত কোবতে

  1. ভালোবাসা আছে কিন্তু কেউ ভালোবাসার ধার ধারতে চায় না। 

    বিষয়টা অনেকটা এমনই। 

  2. দায়বদ্ধতা অনেকটা জলাবদ্ধতার মতো…দুটোর
    একটি হৃদয়ের গভীর থেকে আসে
    আরেকটি মৃত্তিকার…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. দায়বদ্ধতা অনেকটা জলাবদ্ধতার মতো। কথা কিন্তু অসত্য নয় কবি জসীম ভাই। 

  4. ভালোবাসাময় হোক জীবনের সকল কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।