পরিবর্তিত

আমি ভয় পেতে শুরু করেছিলাম বনের খরগোশকে
আমার চীৎকার, আমার ছায়াকে—
ফেসবুকে দেখা মানুষগুলোর মুখ
জলের অতলে থাকা ক্যাকটাস হয়ে উঠছিল
আমি ভয় পেতে শুরু করেছিলাম আমাকেই।

বিষাদের সিঁড়িতে বসে দেখছিলাম
খসে পড়া টুপটাপ তারার উদাস ঘাট
চুমু খেতে পারতাম, চুলের ঝুঁটি নাড়িয়ে দিতে পারতাম
কেবল অবহেলায় মুখ ঘুরিয়ে নিয়েছিলাম
অবশেষে আমি আগুনের দীক্ষা নিলাম।

আগেও পুড়েছি, পুড়লেই নাকি খাঁটি হয় সোনা
আমি খাঁটি হতে পারিনি কোনোদিনও
একটা সুবর্ণ দরজা ধরে হেঁটে যাই সব সময়; শুনি
ফিসফিস, কানাকানি, “মানুষ মূলতঃ কবি আর কবি মানেই বিষাদ”
বিষণ্নতার একটা সিঁড়ি লেগে আছে রাত দরজায়
দিনের আলোয় যদিও সব আলয়ই ফর্সা।

18 thoughts on “পরিবর্তিত

  1. “মানুষ মূলতঃ কবি আর কবি মানেই বিষাদ”
    বিষণ্নতার একটা সিঁড়ি লেগে আছে রাত দরজায়
    দিনের আলোয় যদিও সব আলয়ই ফর্সা। ___ অসাধারণ অনুভবময় কবিতা কবিবন্ধু। 

  2. "একটা সুবর্ণ দরজা ধরে হেঁটে যাই সব সময়; শুনি
    ফিসফিস, কানাকানি, “মানুষ মূলতঃ কবি আর কবি মানেই বিষাদ”"

    অসাধারণ হয়েছে। এ যেন আমার মনের কথা বলেছে। শুভকামনা রইল।

  3. আগেও পুড়েছি, পুড়লেই নাকি খাঁটি হয় সোনা
    আমি খাঁটি হতে পারিনি কোনোদিনও।

    এখনও খাঁটি হতে পারিনি তো!

  4. অসাধারণ কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. আপনার কবিতাগুলোর মধ্যে এই "পরিবর্তিত" কবিতাটা আমার সবচেয়ে ভালো লেগেছে। মনে হচ্ছে বধি বা Enlightenment জাতীয়। 

    গ্রামের মানুষ একটা কথা বলে, "ঘুম, খাওয়া এবং ভয় যত করা যায় ততই হয়" তারপরেও ঘুম বা খাওয়ার একটা সীমা আছে। কিন্তু ভয়ের কোন সীমা না।। বহুগুণ বেড়ে সুন্দর জীবনকে বিভীষিকাময় নরক করে দিবে। অমূলক ভয় এবং অমূলক সন্দেহ অন্যের চেয়ে নিজের ক্ষতি করে হাজারগুনে। একটা সময় আমি মেডিটেশনের সুন্দর কল্পনার মধ্যেও আশংকা বন্ধ করতে পারতাম না, যদিও সেখানে আমি যা ইচ্ছা তাই কল্পনা করতে পারি। এটাই হয়তো শেষ সীমা না, অমূলক ভয়ের আরো ভয়ংকর মাত্রাও আছে সম্ভবত। যেখানে আমার যাওয়া হয়নি।

    আগুনের দীক্ষা জিনিসটা কি?  বুঝিয়ে বলবেন।

    মানুষ তো সোনা না, যে পুড়ে যাবে বা খাঁটি হবে। তবে প্রতিকূলতা, সমস্যা মানুষ কে শেখায়, চেনায়, অভিজ্ঞ ও পরিপক্ব করে তোলে। দুঃসময় ক্ষতি যা করে তার চেয়ে উপকার কিন্তু অনেক বেশি করে। এইটা মনে রাখবেন সন্ন্যাসিনী।

    আগেই বলেছি, এই কবিতাটা আমার চেয়ে পছন্দ হয়েছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অগ্নিপরীক্ষা থেকে শিক্ষা নেয়া। সত্য তো কিছু না নিছক কল্পনা ছাড়া। বাকিটা বুঝে নেবেন। :)

  6. আগেও পুড়েছি, পুড়লেই নাকি খাঁটি হয় সোনা
    আমি খাঁটি হতে পারিনি কোনোদিনও
    সত্যি চমৎকার লেখা। আমি ও খাটি হতে চেয়েছি বহুবার।

  7.  পরিবর্তন হওয়া উচিৎ ।ভালো পরিবর্তন ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।