এখানে আর শান্তি নেই……..

চাপা পড়ে যায় সব, চুপচাপ দেখে যেতে হয় সব অন্যায়
এখানে মানুষ নিরবে উঠে পড়ে অত্যাচারীর নায়,
মুখে কুলুপ এঁটে কান খারা করে রাখে লাচার মানুষ
আর ওরা উড়ায় স্বাধীনতায় অন্যায়ের ফানুস।
ফানুসগুলো জ্বলে জ্বলে উড়ে
যতদূর চোখ যায় দেখি দূর বহুদূরে।

এখানে রক্ত রঙছোপ চোখের জলের বৃষ্টিতে ধুয়ে গেলে
মানুষ ভুলে যায় নিমেষে,
একদা যারা হারিয়েছে তারা ছিলো ভাই বন্ধু কন্যা অথবা ছেলে।

এখানে আগেরদিন স্বচক্ষে দেখি হিংস্রতা,
রক্তহোলী, রাহাজানি যা ঘটে যায় ঘটনা
পরদিন কান পেতে শুনি হাওয়ায় ভাসে এ-যে সবই রটনা।

গুজব গুজব সুর উঠে হাওয়ায় হাওয়ায়
নিশ্চুপ শুনি বসে দখিন দাওয়ায়।
মিথ্যের আড়ালে সত্যরা গুমরে কাঁদে
আর আপামর জনতা পড়ে যায় সে মিথ্যের ফাঁদে।

কী করে ভুলে যাই,কী করে বুকের বামের ক্ষত মুছে দেই,
ভেজাল আর ইস্যুর চাপে পড়ে হারাই নিত্য জীবনের খেই;
কোথায় আছে তবে একফুটা শান্তি
শহরজুড়ে চারিদিকে অলিগলিতে ভ্রান্তি শুধু ভ্রান্তি।

এখানে মানুষ কথা বলে কম-যদি ধরে নিয়ে যায় যম!
এখানে মানুষ অন্যায় দেখে আড়চোখে তাকায়
রক্তের ছোপ হতে একফুটা রক্ত নিয়ে বুকের বামে মাখায়।
এখানে মানুষ কষ্টগুলো বুকে চেপে ধরে
ফিরে যায় বাঁচিয়ে জান যে যার আপন ঘরে।

©কাজী ফাতেমা ছবি
August 6, 2018

12 thoughts on “এখানে আর শান্তি নেই……..

  1. 'মিথ্যের আড়ালে সত্যরা গুমরে কাঁদে
    আর আপামর জনতা পড়ে যায় সে মিথ্যের ফাঁদে।' ___ সর্বৈব সত্য কবি ছবি রাণী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনেক ধন্যবাদ ভাইয়া। অগ্রীম ঈদ মোবারক

  2. বিপদে মনুষত্বের পরিচয়। আমাদের সবাইকে সুন্দর কোন ভোরের অপেক্ষা করতে হবে।

    1. তাই যেনো হয়। একটা সুন্দর ভোর আসুক অচিরেই

      ধন্যবাদ মিত্র দা ভালো থাকুন

    1. অনেক ধন্যবাদ রিয়া দি 

      ভালো থাকুন অনেক অনেক

  3. প্রাণপ্রাচুর্যে বাস্তবতা ফুটে উঠেছে কবিতায়। :)

    1. ধন্যবাদ সুমন ভাইয়া

      ভালো থাকুন

  4. সিস্টেম বানায় জনতা,সিস্টেম চালায় জনতা।কাজেই আসল অপরাধীও জনতা। 

    1. কথা সত্য। আপনি কি আর সামুতে যাবেন না ভাইয়া 

মন্তব্য প্রধান বন্ধ আছে।