——–রাতভর ভোতা অনুভূতির ঘোর
রাতভর ভোতা অনুভূতির ঘোর, ঘুমের তন্দ্রায়
বিছানার কোনে লেজ গুটিয়ে কুকুরের মতো
আয়েশি ঘুমে মগন;
একই শব্দ শুনে শুনে কান তন্দ্রায় ডুবে যায়
পুরনো ফ্যানের পাখার বিদ্রূপ করা আওয়াজ!
ঘর জুড়ে খেলা করছিল অজস্র আঁধার
বেলুয়াড়ী খিড়কির ফাঁক দিয়ে যত সামান্য জোছনা
ছিঁটে ফোটা ঝলক; বিছানার কোনে যায়নি মোটে
তবুও আঁধার ঘোর লাগা ঘরটা একটু আয়েশে চুমকে উঠে
জোছনার প্রতিবিম্ব সিম্পনি তন্দ্রায় স্বপ্ন বুনে
আয়েশি যুগোল কৈশোরের; দেখে দেখে দুরন্তপনা প্রেম
অতলান্তিকের ভীত নড়ে উঠে, চমকে উঠে
ঘোর লাগা ঘরের আপদ মস্তক! যেন সুনামি বয়ে যায়।
ঘোর লাগা ঘরটা আবার আঁধারে ঢেকে যায়
ফ্যানের একই শব্দ; টিকটিকির ছুটাছুটি
সিঁথান দিয়ে ছুটে পালায় নেংটি ইঁদুর; আঁধার ঘর
ঘোর কাটে না! রাত গভীর হতে গভীর তর
জোছনা ডুবে সারা; তবুও জেগে ছিল যাতনা সুখের ছোঁয়াটুকু
সাথে আমার আয়েশি ঘুমে মগন।
বিষয়শ্রেণী: জীবনমুখী/ রূপক কবিতা/১৪২৬/শ্রাবণ/ বর্ষাকাল।
আঁধার ঘর ঘোর কাটে না! রাত গভীর হতে গভীর তর
জোছনা ডুবে সারা; তবুও জেগে ছিল যাতনা সুখের ছোঁয়াটুকু
সাথে আমার আয়েশি ঘুমে মগন।
কবিতার চুম্বক অংশ কোট করলাম বন্ধু। চমৎকার বটে।
শ্রাবণ ভালোবাসা বন্ধু,,,,,,,,
শুভেচ্ছা কবি ভাই।
এই শ্রাবণে সতত শুভকামনা কবি,,,,,,
ভালোবাসা কবি চারু মান্নান ভাই।
কবিকে আমার শ্রাবণ ভালোবাসা।
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি দা।
কবিকে আমার বাংলার শ্রাবণ শুভেচ্ছা,,,,,,
কবিতাকে ভুলে গিয়েও যেন এখনও আপন আছে। যদিও আর লিখিনা।
কবি ভাই শ্রাবণ ভালোবাসা। একটু গ্যাপ থাকা ভালো,
সহজ সরল সুন্দর কবিতা।
শ্রাবণ ভালোবাসা ভাই