ঈদুল আযহা আনলো বয়ে
ত্যাগরই সাক্ষ্যর।
ইব্রাহীম(আ) মহান ত্যাগে
হয়ে আছেন ভাস্বর।
আল্লাহর আদেশ পেয়েছিলেন
প্রিয় বস্তু ত্যাগে।
একনিষ্ট ছিলেন তারা
আদেশ পালনের মহান ব্রতে।
চোখ বেধে ছুরি চালান
পৌছে যান অভিষ্ঠে।
আল্লাহ বলেন হয়েছে বন্ধু
ধন্য হও আমার সন্তুষ্টে।
ইসমাইলের(আ) বদলে
কোরবানী হয়েছে বেহেস্তি দুম্বা।
সারা জাহানে পালন করছে
মুসলিম উম্মাহ।
প্রতি নামাজে তার তরে
দরুদ পড়া হয়।
মুসলিমের জীবন সেই আদর্শে
যেন গড়া হয়।
ঈদ মুবারক
ইসমাইলের (আ.) বদলে কোরবানী হয়েছে বেহেস্তি দুম্বা।
মুসলিমের জীবন সেই আদর্শে যেন গড়া হয়। ঈদ মোবারক আপা।
ঈদ মুবারক ভাইয়া
ঈদুল আজহার ভালোবাসা বোন ছন্দ হিন্দোল।
ধন্যবাদ দাদা ঈদের শুভেচ্ছা রইলো
ঈদ মোবারক দিদি ভাই।
ঈদের শুভেচ্ছা দিদি
ঈদ মোবারক আপা।
সালাম, ঈদ মুবারক দাদা
ঈদ মোবারক!
সালাম দাদা, ঈদ মুবারক
ঈদুল আযহার শুভেচ্ছা।
শুভকামনা রইল আপু কেমন কাটলো দিন
ঈদ মোবারক বুবু!
ঈদের শুভেচ্ছা এবং বিনম্র ভালোবাসা
পুরো পরিবারের জন্য।
সালাম দাদা , নীড়ে স্বাগত ঈদের শুভেচ্ছা আপনাদের জন্যে ও