শোকাবহ ১৫ই আগষ্ট

মুজিবের ঐ ভরাট কণ্ঠে সারা বাংলা মুখরিত
বিশাল সে জনসমুদ্র সেদিন হয়েছিল উদ্দীপ্ত;
তাঁর বজ্র কণ্ঠ রক্ত যখন দিয়েছি আরো দেব
এদেশকে মুক্ত করেই ছাড়বো …..
অগ্নিস্ফুলিঙ্গ যেন ছড়িয়ে পড়লো বাতাসে
সোহরাওয়ার্দী উদ্যানে ও বাংলার আকাশে।

এ বাংলার বুকে সে কি আকাশ ফাটা গর্জন
মুহূর্তে যেন জ্বলে উঠে বাংলার লক্ষ জনগণ;
জেগে উঠলো বাংলার পশুপাখি সকল জীব
আমাদের নেতা শেখ মুজিব
বাংলা তোমার বাংলা আমার শত মুখে মুখে
হয়ে উঠে উজ্জ্বল দৃষ্টান্ত সারা বিশ্বের চোখে।

এতই তেজোদৃপ্ত ভাষণখানি প্রেরণার উৎস
স্তম্ভিত বাংলার আকাশ বাতাস, সমগ্র বিশ্ব;
মুজিবই ভাবতেন শোষিত ও বঞ্চিতের কথা
তাই বাংলার বন্ধু, বিশ্বনেতা
ছাত্র কৃষক শ্রমিক সকল শ্রেণীর অনুপ্রেরণা
মাটি ও মানুষের কাছাকাছি, যেন কত চেনা।

শোকাবহ ১৫ই আগষ্ট যেই আসে ঘুরেফিরে
হৃদয়বিদারক স্মৃতি যেন হৃদয় রক্তাক্ত করে;
ছিলেন তিনি মহান ব্যক্তিত্ব, বাংলার স্থপতি
ভালোবেসেছিল বাঙালি জাতি
সপরিবারে হন নিহত পিশাচ পশুদের হাতে
তবুও পারেনি ওরা, তাঁর স্বপ্নের মৃত্যু ঘটাতে।

14 thoughts on “শোকাবহ ১৫ই আগষ্ট

  1. শোকাবহ ১৫ই আগষ্ট যেই আসে ঘুরেফিরে
    হৃদয়বিদারক স্মৃতি যেন হৃদয় রক্তাক্ত করে। অন্তর থেকে শ্রদ্ধা রাখি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অগ্নিস্ফুলিঙ্গ যেন ছড়িয়ে পড়লো বাতাসে
    সোহরাওয়ার্দী উদ্যানে ও বাংলার আকাশে। 

    মনে পড়ে সব মনে পড়ে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি আজও। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অনেক ধন্যবাদ ও ভালোবাসা সৌমিত্রদা।

  3. বাংলা তোমার বাংলা আমার শত মুখে মুখে
    হয়ে উঠে উজ্জ্বল দৃষ্টান্ত সারা বিশ্বের চোখে।

  4. তুমি বিশ্বনেতা
    ছাত্র কৃষক শ্রমিক সকল শ্রেণীর অনুপ্রেরণা
    মাটি ও মানুষের কাছাকাছি, যেন কত চেনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. অগ্নিস্ফুলিঙ্গ যেন ছড়িয়ে পড়লো বাতাসে, সোহরাওয়ার্দী উদ্যানে ও বাংলার আকাশে।

    1. অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন । আশা করি ভালো আছেন।

  6. জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা।      

মন্তব্য প্রধান বন্ধ আছে।