আমার মৃত্যুর কফিনে পেরেক গুঁজে দিয়ে
তুমি জ্যোৎস্নার রজনীসাল কাটাও
তোমার ওমন সাম্প্রদায়িকতা
আমাকে বিপক্ষ করে তোলে
ভাদ্রের রাতে একটুকরো বুকের ভেতর
ডানপাশ কাত হওয়া
সবুজ ট্রেতে লুটিয়ে থাকা
হরিণের মতো ঘাই খাওয়া প্রাণী আমি;
জেগে ওঠে আত্মীয় অন্ধকার-
খাটের নিচ আরশোলা দৌড়ানো পথ রুদ্ধ করে
স্বপ্ন রাখা চামড়ার পকেটে তেলাপোকা খেদানো
সাবধান আর বোঝাপড়া পেরিয়ে
তোমার দিকে নীলচোখ ঘন ঘন তাকায়-
যতবার তুমি ঘুমাও-ততবার আমি নিশ্চুপ জাগি!
7 thoughts on “বিপক্ষ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার পরিচ্ছন্ন শব্দ কাব্যে আপনার জুড়ি মেলা ভার। অভিনন্দন মি. টিপু সুলতান।
ভালোবাসাময় ভালোবাসা কবি সুলতান ভাই।
দারুণ কবি টিপু সুলতান ভাই। অনন্য কবিতা।
যতবার তুমি ঘুমাও-ততবার আমি নিশ্চুপ জাগি!
মুগ্ধ করা একটা কবি পড়লাম। কবিকে শুভেচ্ছা।
চমৎকার শব্দশৈলী, অভিনন্দন প্রিয় কবি।
ভীষণ সুন্দর।