তুলনা

রূপসী নারী এক
হাওয়ায় ভেসে যখন
হেঁটে গেলো সাগর বালুকায়,
মনে হোলো আকাশ এসে
চুমু খায় তার ভীরু পায়।
অজস্র চুলের ঢাল
শঙ্খচূড় সাপের মতোন
হিসহিসিয়ে ফণা তুলে
ঢেউয়ের পানে ধায়।

বনরাজী তার সকল
শ্যামল সুধা ঢেলে দিয়ে
সাজালে তার অঙ্গভূষণ।
ফুলেরা পড়ালো হার,
সিঁথিপাটি জড়োয়ার।

কেবল তুমিই যুবক
যৌনতার চক্রযানে চড়ে
তারে মেপে নাও গজফিতায়।
তারপর পোষ্টারে সেঁটে
গেঁথে দাও তাকে
রঙচটা দেয়ালে
চটচটে কামের আঠায়।

14 thoughts on “তুলনা

  1. বনরাজী তার সকল শ্যামল সুধা ঢেলে দিয়ে, সাজালে তার অঙ্গভূষণ।
    ফুলেরা পড়ালো হার, সিঁথিপাটি জড়োয়ার।

    কল্পনায় সুন্দর রোম্যান্টিক এক চিত্র ভেসে উঠলো কবি রোখশানা রফিক। ধন্যবাদ। :)

  2. বাহ্ চমৎকার কবি বোন।

    লাইফ স্টাইল পরিবেশনার পাশাপাশি কবিতাও ভালো লিখেন আপনি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. শুভেচ্ছা কবি রোখশানা রফিক। লাইফ স্টাইল মিস করছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ আপনাকে।  ঈদের ব্যস্ততায় কয়দিন লেখা হয়নি, আবার নিয়মিতভাবে শুরু করবো আশা করছি।                

মন্তব্য প্রধান বন্ধ আছে।