ছায়াঘন মাটির কমলা রং

পৃথিবীর মায়া হাওয়ার সমুদ্র বুকে টেনে
বাঁদুড়ের আঁকাবাঁকা অন্ধকার মুছে
চাঁদল মাঠের ঘুমন্ত জোনাকিপোকার ঝলমল
মাঝরাতে গহীন কুয়াশার নগরে-
আহত পাখির গলা ভাঙা কাঠ বুনটের বেতফল স্বর
নেমে আসে এই ভাদ্র বর্ষায়,
ধানক্ষেত সুঘ্রাণ ছড়ায় ঘরমুখো চারদিকে

কাঁচা স্বপ্ন প্রাসাদ নিবিড় প্রাচীর ভেদে
নীলডানা আকাশের নিচে
ড্যাশকাটা হরিণের সুন্দরবন,
তার অসীম ভেতরে
কেবল হারিয়ে যাবার নিমগ্ন জঙ্গল;
তারপাশে সোজা হেমন্ত ম্লান হেসে গেছে
গোলপাতা ছাউনি পৃথিবীর ছোট ছোট ঘর-
দীর্ঘল নদী, একবেলা দুপুর,
নরনারী হাজারবছর-
খিলখিলে চিতল রঙের টোলমাখা ভোর
সমস্ত দিন ফুরানো শেষে
যেইদিন পৃথিবীর পাণ্ডুলিপি জোড়
মগ্নমালা নাশপাতি গন্ধ আয়োজন
ক্লান্ত প্রাণে, পৃথিবীর পরে চুম্বন শিয়রে
একরাশ পাতার পেছনে
ছায়াঘন মাটির কমলা রং
যেখানে হৃদয় নড়ে সবুজে নিটোল সংসার
সব যেন পাঁজর আঁকা জানলার ভেতর;

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

8 thoughts on “ছায়াঘন মাটির কমলা রং

  1. এক্সিলেন্ট কবিতা কবি মি. টিপু সুলতান। কবিতায় অভিনন্দন রাখলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. শুভেচ্ছা এবং ভালবাসা জানবেন প্রিয় স্যার।কৃতজ্ঞ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. পৃথিবীর পরে চুম্বন শিয়রে একরাশ পাতার পেছনে
    ছায়াঘন মাটির কমলা রং
    যেখানে হৃদয় নড়ে সবুজে নিটোল সংসার
    সব যেন পাঁজর আঁকা জানলার ভেতর;

    অসাধারণ কবি টিপু সুলতান ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ প্রিয় দাদা।ক্রমাগত শুভেচ্ছা জানবেন প্রিয় 

মন্তব্য প্রধান বন্ধ আছে।