আহা স্বপ্নের ঢাকা!

আহা স্বপ্নের ঢাকা! ওড়ে ধোঁয়া ঘোরে চাকা,
বৃষ্টিতে হাঁটু জল, বাজারে পকেট ফাঁকা!
যানজট বিখ্যাত, ধোকা পরিকল্পিত,
মাস গেলে সব শেষ, যা থাকে সঞ্চিত!

কিনে এনে তাজা মাছ, কাটবে খ্যাচ খ্যাচ?
না বাবা খুলে যায়, কেমিক্যালি মারপ্যাঁচ!
চলায় আছে শর্ত, সারা পথে গর্ত,
কে জানে কোথা যায়, বাজেটের অর্থ!

কিচেনের কান্না, গ্যাস বীনে রান্না,
সিটি করপোরেশনে, রোজ রোজ ধর্না!
বাড়ছেই বাড়ি ভাড়া, ব্যচেলর খায় তাড়া,
হু হু করে ওঠে দাম, পণ্যের মনগড়া!

ভেজালের কারখানা, চেহারাটা টানাটানা,
এর চেয়ে ঢের ভালো, গ্রামের কচুরিপানা!
বানিজ্য রোগী নিয়ে, সেবা করা নাম দিয়ে,
চেকআপে টাকা শেষ, মরে ডেঙ্গু হয়ে!

সুখী যদি থাকে টাকা, টাকাহীন লোক বোকা,
বেশী টাকাওয়ালাদের, সম্মান দেয় ঢাকা!
আহা স্বপ্নের ঢাকা, যায়না আকাশ দেখা,
ধোঁকাবাজে ভরে গেছে, বড় দায় সৎ থাকা।

14 thoughts on “আহা স্বপ্নের ঢাকা!

  1. সুখী যদি থাকে টাকা, টাকাহীন লোক বোকা,
    বেশী টাকাওয়ালাদের, সম্মান দেয় ঢাকা!
    আহা স্বপ্নের ঢাকা, যায়না আকাশ দেখা,
    ধোঁকাবাজে ভরে গেছে, বড় দায় সৎ থাকা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন প্রিয় মুরুব্বী।

  2. স্বপ্নের ঢাকা স্বপ্নেই ঢেকে থাকে কবি। :)

    1. শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।
      ভালো থাকবেন।
      দোয়া করবেন।

    1. শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।
      ভালো থাকবেন।
      দোয়া করবেন।

  3. দুদিন হলো কলকাতাও ঢাকা হয়ে গেছে। :)

    1. দিন দিন সব কিছু বদলে যাচ্ছে দাদা।

  4. আহা স্বপ্নের ঢাকা! ওড়ে ধোঁয়া ঘোরে চাকা,
    বৃষ্টিতে হাঁটু জল, বাজারে পকেট ফাঁকা!

    আমরাও আছি একই অবস্থায় প্রিয় কবি দা। :)

    1. তবু অনেক ভালো আছেন দিদি। আপনাদের ওখানে ডেঙ্গুর প্রকোপ কম।

  5. বাংলার উন্নয়নের মডেল নারায়ণগঞ্জে ভালো আছি। তবে উন্নয়নমূলক কাজ চলার কারণে ডিএনডি বাঁধের অবস্থা কিছুটা সূচনীয়। আহারে ঢাকা! সবকিছু পড়ে গেলো ঢাকা। উন্নয়নের নামে সবই ফাঁকা সবই ফাঁকা।              

    1. শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।
      ভালো থাকবেন।
      দোয়া করবেন।।

মন্তব্য প্রধান বন্ধ আছে।