আজকাল নাতিদীর্ঘ কথা শোনা যায়
দেওয়ালেরও কান রয়েছে
-দেওয়াল শব্দ নৈঃশব্দ্য শোনে
কেবল উচ্চারণ করে না
প্রাণীর ভাষা প্রাণী বোঝে। উদ্ভিদ সেভাবে;
অথচ মানুষ তার কমল মননে
সাচ্চাপট সংকোচ বাধায়-
নিপুণ মেইলবার্তা, সশব্দের প্রেসনোট
না পড়ে ঈর্ষান্বিত হয়-
লেখাজোকা পড়লেও
নিরন্তর মৃত্যু ঘটায়-
চিরহরিতের রেইনফরেস্ট-আমাজন
সকল কিছুর শিরদাঁড়া
মুদ্রিত সারিক স্বপ্নজোড়
সরকারি কলোনি বানিয়ে ফেলায়!
কবিতার টোন আপনার অন্যান্য লিখা থেকে সামান্য আলাদা। ভালো লেগেছে পড়তে।
শুভ সকাল কবি মি. টিপু সুলতান।
ভালো লাগে আপনার কবিতা। শুভেচ্ছা জানবেন কবি।
চমৎকার কবিতা প্রিয় কবি।
ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।
সুন্দর কবিতা।
মনোমুগ্ধকর কবিতা। কবিকে শুভেচ্ছা।