মানবতার অপর পাড়ে রোহিঙ্গা
নাফ নদী সাঁতরে ঝাঁকে ঝাঁকে
ঢুকছে অস্ত্র, ইয়াবা নেশা সামগ্রী
জনস্রোত থামতেই চাইছে না
প্রজননের অধিকারে উজাড়
আবাদি, অনাবাদী জমি, বনভূমি
মানবতা অনেক হলো, এইবার
ফিরে যাও, পিতৃভূমি তোমাদের
ডাকছে, মগের দেশে ফিরে যাও
অতিথি সৎকারে আমাদের সুনাম
বিশ্ববিদিত, হায়েনা তাড়ানোয়
খ্যাতিও কম নয়, মনে রেখো
নাফ নদী সাঁতরে ঝাঁকে ঝাঁকে ঢুকছে অস্ত্র, ইয়াবা নেশা সামগ্রী। বিপদের কথা।
মানবতা অনেক হলো, এইবার ফিরে যাও। আসলে অনেক করেছে বাংলাদেশ।
এই রোহিঙ্গাদের নিয়ে আমরা আসলে ভীষণ বিপদে আছি। মনে হয়না সরল সমাধান হবে।
শতকরার হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হলেও এদের কুড়ি ভাগও যাবে না।
অতিথি সৎকারে আমাদের সুনাম
বিশ্ববিদিত, হায়েনা তাড়ানোয়
খ্যাতিও কম নয়, মনে রেখো।
এদের তাড়াতে হবে। এবং এদের তাড়াতে হবে। বোল্ড।
এদের না, অবৈধ সরকার কে তাড়াতে হবে। অযগ্যতার জন্য সব কিছু বিফলে যাচ্ছে। নোবেল প্রাইজের লোভে লাফিয়ে যখন কিছুই পায়নি, তখন বেজার। ভারত বছরে কত লক্ষ কোটি টাকা লুট করে সেইটা বলেন আগে। কত লক্ষ্য ভারতীয় অবৈধ ভাবে চাকরী করে কত হাজার কোটি টাকা নিয়ে যায়?
তারপরও আমরা মনে হয় মিয়ানমারের মতো করে ওঁদের তাড়াতে পারবো না। ওঁরা মনে হয় আজীবনের জন্য আমাদের দেশে রয়েই গেল!