শোন প্রিয়া তোকে বলি, বেশরম কেন হলি?
প্রকাশ্যে দিবালোকে, ঢলে পড়া ডলাডলি?
তুই যে মায়ের জাত, বেছে চল জাতপাত,
তুই জগতের আলো, হার মানে কালো রাত।
তোর বাকা হাসিতে, ঝোলে লোক ফাঁসিতে,
মায়াবী পরশ পেতে, পারে স্রোতে ভাসিতে।
প্রিয় প্রান চলে যায়, তবু তোকে পেতে চায়,
তোর তুলনা যে তুই, কভু আর কেহ নয়।
রয়েছিস তুই বলে, মানবীয় ধারা চলে,
ওপারের স্বর্গ, প্রিয়া তোর পার তলে।
প্রিয়া তোর লালনে, স্নেহ মায়া পালনে,
তুমি আমি আমরা, সুন্দর ভূবনে।
আজ তোর লজ্জায়, রোজ ফুলশয্যায়,
জগতের ক্লান্তি, নিভৃতে ঝরে যায়।
যেখানে দৃষ্টি তোর, সেখানে রাতের ভোর,
তোতে ভালো মন্দ, কি নিশি বা কি প্রহর।
পবিত্র তুই হলে, অশান্তি যাবে চলে,
শান্তির কোলে ধরা, আনন্দে পড়বে ঢলে।
প্রিয়া তুই লজ্জায়, রাঙা হ এ ধরায়,
ক্ষতি কি তাতে যদি, চিরকল্যান হয়?
তোর বাকা হাসিতে, ঝোলে লোক ফাঁসিতে,
মায়াবী পরশ পেতে, পারে স্রোতে ভাসিতে। বাহ্।
কৃতজ্ঞতা জানাই প্রিয় দাদা
প্রাসঙ্গিক কবিতায় বাস্তবতার মিশেল ভাল হয়েছে কবি বাবু দা।
অফুরান ধন্যবাদ দিদি
প্রিয় এখন কথা শুনে কথা রাখলেই হয়। শুভেচ্ছা কবি মি. নূর ইমাম শেখ বাবু।
সে ভাগ্য আমাদের নেই প্রিয় মুরুব্বী। শুধু আশায় আশায় থাকা।
অসাধারণ লিখেছেন কবিবর। সুন্দর ছন্দময় প্রকাশ।
কবিতা পাঠে মুগ্ধ হলাম। সাথেই থাকুন সর্বদা।
শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা
গ্রহণ করুন প্রিয়কবি ।
সম্ভব হলে নিষী বানানটি ঠিক করে দিন কবি।
নিষী > নিশি হবে।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
কৃতজ্ঞতা আর শ্রদ্ধা জানবেন প্রিয়জন। এমন ভুল করা আমার ছোটবেলার অভ্যাস। সংশোধনী পেয়ে ধন্য মনে করছি নিজেকে। ভালো থাকবেন।
আমার মায়ে জাতি। সন্মান করি।
তাইতো সম্মানের সাথে এই অনুনয়। ভালো থাকবেন প্রিয়জন।
অসংখ্য ধন্যবাদ।
পাঠক আজ তাৎক্ষণিক জবাব পেয়েছে। অভিনন্দন কবি।
আজ একটু বেশী ফাঁকিবাজি করেছি। আসলে আমি খুব কাজের চাপে থাকি।