আলিঙ্গন
লড়াই শিখতে গিয়ে
অনেকবার পরাস্ত হয়েছি
সমুদ্র ভাঙ্গা নুন-লবণ
ছোবলের কাছে
ঠোঁট ও কোমল ভাষা
ম্রিয়মাণ অমর সংগীত আলিঙ্গনে
আলোর গোলাপ ছুঁতে ছুঁতে
আমি নিষিদ্ধ নাচঘর ভেঙে
বেরিয়ে পড়ি-
গোপন নাভিমূল থেকে-
কেবল শহর গ্রাম ভাতকাপড়
আমার গ্রীবাভঙ্গি কুজবক
ও সুউত্তম বৃক্ষবল হতে
আদিত্য পৃথিবীর দোরগোড়ায়…
কবিতায় ভালোবাসা এবং আপনার জন্য শুভকামনা রাখছি মি. টিপু সুলতান।
শুভ সন্ধ্যা।
যাপিত জীবনের প্রতিচ্ছবি উঠে এসেছে লেখাটিতে। বরাবরের মতো সুন্দর কবিতা।
কবিতার বাস্তবতা যেন জীবনের সাথে মিলে যায় কবি ভাই। শুভেচ্ছা।
ম্রিয়মাণ অমর সংগীতের আলিঙ্গনে থাক কেবলই ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।
অনেক অনেক ভাল থাকুন প্রিয় কবি দা। শুভেচ্ছা।
এই আলঙ্গন, এই মৈথুনেই বেঁচে থাকা হয় জীবনে– বারবার
শুভেচ্ছা কবি