মুক্তি

এ পাশে অন্ধকার। ওপাশে নীলময়ী খোলা আকাশ।
আছে মুক্তি। আছে সুখ-ভালোবাসা। আছে প্রশান্তি।
হাত বাড়িয়ে আকাশ ছোঁয়া যায়। ওই সবুজ দিগন্তও।
পা বাড়িয়ে হয় না যাওয়া কোথাও। দেখা হয় না কিছুই।

মুক্তি! অনেক দূরের পথ। সীমাহীন অন্ধকার।
প্রায়ই খুঁজে চলি সেই একটি পথ। কোথায় সে?
মুক্তি! যেভাবে আলো সরিয়ে দেয় অন্ধকার
সেভাবে তুমি আসো। তোমার অপেক্ষায় আছি।

মুক্তি! দিন গুনে বছর শেষ। তবুও অপেক্ষা শেষ নয়।
শুধু অপেক্ষা করছি মুক্ত হওয়ার জন্যে।
এপাশে অন্ধকার। ওপাশে নীলময়ী জোছনা
হাত বাড়িয়ে আমায় ডাকে। দাঁড়াও একটু আমি আসছি।

১৩/০৯/১৯

13 thoughts on “মুক্তি

  1. এপাশে অন্ধকার। ওপাশে নীলময়ী জোছনা
    হাত বাড়িয়ে আমায় ডাকে। দাঁড়াও একটু আমি আসছি।

    মুক্তি সবারই কাম্য। অনেক সময় মুক্তির চেয়ে বন্দীত্ব কম উপভোগের নয়। :) আজকাল আপনার খুব কম দেখা পাই। ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভবত। আপনাকে শুভেচ্ছা। 

    1. শ্রদ্ধা জানবেন শ্রদ্ধেয় স্যার,, ব্যস্ত আছি তবে মোবাইল ফোনের একটু সমস্যা,,, তাই ব্লগে ঠিক মত আসতে পারি না ,,আপাতত কয়েক দিন পর হয়তো সমস্যা সমাধান হবে। মোবাইলটা মোবাইল মেকারের কাছে আছে। ❤           

  2. এপাশে অন্ধকার। ওপাশে নীলময়ী জোছনা
    হাত বাড়িয়ে আমায় ডাকে। দাঁড়াও একটু আমি আসছি।

    শুভযাত্রা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।