ইদানিং “ভীতুর” সাথে আমার বসবাস!
পেট থেকে মুখে কিছু আসেনা!
আসলেও মুখে সেফটিপিন লাগিয়ে দেই
এমন নীরবতায় কতো রক্ত সুনামি ধেয়ে আসছে আমার দিকে! তবুও আমার হুশ ফেরেনা
কেবল ঘরের কোণে বসে আমি সাহায্য চাই রবের কাছে
এ যেনো কাজ ছাড়াই ফলের আশা
অথচ সাহায্য এমনি এমনি আসবেনা
সাহায্য পেতে হলে রক্তস্রোতে পা দিতে হয়
শুভেচ্ছা কবি মোঃ সাহারাজ হোসেন। শুভ সন্ধ্যা।
আসসালামুআলাইকুম।
ওয়ালাইমকুম আসসালাম।
সুন্দর লিখেছেন কবি।
সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন কবি ভাই।
সাহায্য পেতে হলে রক্তস্রোতে পা দিতে হয়। হুম।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
আপনার মঙ্গল কামনা করি! আগামীতে আরও ভালো লেখার চেষ্টা করুন!