এখনো অনুমান করতে পারো আশ্বিনরোদ তোমার আগে হাঁটে
শরতের ঋতু ভাঙ্গা নতমুখে বর্ণনার শিরা বেয়ে
আগত কুয়াশার শৈশব নামে-আদিগন্ত উজানে-
শাদা সুতির মতো জীবদ্দশার প্রতিটি অবতরণে
আঁকাবাকা বন্দে শাড়ী পরা-
প্রার্থনারত যমুনার পাড়ে হাওয়ায় বিছিন্ন কাশেরবন;
আন্দার প্রাচীর ছিঁড়ে হাসে সমান্তরালবর্তী মাঠ
শিকারি আঙ্গুলের তল্লাটে শিশির উৎসব।
কবিতাটি পড়লা কবি মি. টিপু সুলতান। কবিতায় অতোশত জ্ঞান না থাকলেও বরাবরের মতো ভালো লেগেছে। ভালো লাগার আরেকটি কারণ, মানুষ হিসেবে আপনাকে পছন্দ করি।
সুন্দর কবিতা প্রিয় কবি দা।
সুন্দর কথামালা। শুভেচ্ছা টিপু ভাই।
অথচ তুমি এখনো আন্দার প্রাচীর ছিঁড়ে হাসো সমান্তরালবর্তী মাঠে। বাহ্।