কফি থাক, এখন ট্রেনের মাঝপথে থেমে যাওয়া
দেখি এসো, বর্ষায় যুবতী মাঠ খিলখিল
অভিমানের আগুনে পুড়ে যাওয়া শেষ জৈষ্ঠ্য মৌতাত
এখন স্মৃতি অবশেষ, বর্ষায় এখন ব্যাঙের দল
ডাকেনা মিলন ইচ্ছায়, একে একে শষ্যবীজ মাথায়
আলপথ ধরে হেঁটে যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরুষ;
সাংখ্যতত্বের গূঢ় হিসেব এখন তোলা থাক
জাতির সদিচ্ছায় নির্মিত স্ট্যাটিস্টিক্যাল ভবনে,
কফি থাক ধোঁয়া ওঠা বৃথা বিতর্ক টেবিলে,
ট্রেন জমে থাক অসংলগ্ন দুই লাইনের মাঝে,
ঝুপ ঝুপ বৃষ্টির নিবিষ্ট রাতে ধোঁয়ায়
মিশে যাওয়ার আগে এসো সাধন করি পরিযায়ী ব্যাঙের
এসো অবুঝ সবুজের মাঝে হলকর্ষণে।
12 thoughts on “নিজকিয়া ৩২”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নিজকিয়া ধারাবাহিকের প্রতিটি লিখাই জীবন ঘেঁষা।
কবি পাঠক মনের কথা সর্বৈব বলেছেন। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা প্রিয় ভাই প্রিয় জন।
কবিতাটি আমার কাছে ভালো লেগেছে কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা কবি সুমন আহমেদ ভাই।
চমৎকার কবিতা। বেশ উপভোগ করেছি।
শুভেচ্ছা রইল কবি।
ভালোবাসা আনু ভাই।
সুন্দর উপস্থাপনা। শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
ভালোবাসা কবি ভাণ্ডারী দা।
সুন্দর লেখনী
শুভেচ্ছা প্রিয় কবি বোন।
প্রিয় কবি দা, নিজকিয়ায় আপনার বিশেষত্ব সবসময় প্রশংসার দাবী রাখে।
শুভরাত্রি।
ভালোবাসা কবি হুসাইন ভাই।