সুখ দুঃখের কষ্টগুলো

জোয়ার ভাটার জীবন যাপন
মরা গাঙ্গের পানি
লাল গোলাপের পাপড়ি ঝড়ার
কষ্ট কি তা জানি।

ডানার কষ্ট রোদে পুড়ে
সাত সাগরের পাড়ে
পথের কষ্ট হারিয়ে গেলে
ধূলো বালির ঝড়ে।

তোষক বালিশ কষ্টে ভোগে
জমলে মনের ক্ষয়
রোদের কষ্ট বাজে বুকে
মেঘের পাহাড় ভয়।

তুমি কষ্ট আমি কষ্ট
হাড়ি পাতিল থালা
কষ্টহেতু কষ্টগুলোই
বাড়ায় মনের জ্বালা।

কষ্টে মাটি আকাশ ডাকে
দিগন্তর তার মিল
রাতের কষ্ট দিনের আলো
গোধুলিতে নীল।

কিছু কষ্ট ঘুরে বেড়ায়
আকাশ কিংবা মাঠে
কিছু কষ্টের প্রকাশ থাকে
নদী, পুকুর ঘাটে।

বন্ধী কষ্ট, স্বাধীন কষ্ট
কণ্ঠে জমে থাকে
কষ্টগুলোই রঙিন হতে
তোমায় আমায় ডাকে।

চোখের কষ্ট স্বপ্নবিহীন
রাতজেগে হয় ভোর
কিছু কষ্ট হাটে বিকায়
কেনে স্বপ্নখোর।

জন্ম কষ্ট মৃত্যু নিয়ে
বেড়ায় ঘুরে ফিরে
জাগরণে ঘুমিয়ে থাকো
মরন ধীরে ধীরে।

8 thoughts on “সুখ দুঃখের কষ্টগুলো

  1. বন্ধী কষ্ট, স্বাধীন কষ্ট, রঙিন কষ্ট … দুঃখ সুখের পাওনা গুলো একান্তই আমাদের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সুখ দুঃখের কষ্টগুলো। ভালো একটি কবিতা। শুভেচ্ছা কবি খেয়ালী মন। শুভ সকাল। 

  3. প্রচ্ছদ কিশোরের ছবিটি কবিতাকে আরও মনোগ্রাহী করেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. বলবো না অসাধারণ হয়েছে; সরলে বলবো আপনার প্রতিভাকে কেন আড়াল করে রেখেছেন কবি খেয়ালী মন ভাই। এইটাই আমার অভিযোগ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif
    ছবি-লেখা সুন্দর হয়েছে কিন্তু।   https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. আপনার লেখা যেমনই হোক আপনার লেখার উপস্থিতি দেখলেই মন ভাল হয়ে যায় প্রিয় মন দা। অন্তর থেকে শুভেচ্ছা জানাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. আপনার কবিতা দেখে ভালো লাগলো। এক সময় আপনি চিঠির তাৎক্ষণিক উত্তর লিখতেন। আমার কাছে বিষয়টি ভীষণ ইন্টারেস্টিং লাগতো। যায় দিন ভালো, আসে দিন জটিল। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।