শাদা খরগোশ,পুরো শরীর যেনো তার কাগজপত্র
ইচ্ছে করে ঘাসপাতা পিষে একটা কিছু লিখি
প্রথম কাবিনের পর দ্বিতীয় কাবিন আসত যদি
খুব তাড়াতাড়ি-মৃত্যু যতদূর থাকে, তার আগে-
আমি একফালি রোদের কাছে-জ্বরে পুড়ি
আমি একফালি চাঁদবাঁকা জ্যোৎস্নায় জ্বলি
পৃথিবীর এমাথা-ওমাথা যেখানে পিকাসোর মুখ
মৌন বিশ্বের অনুমোদিত কবিতা, লাল গোলাপ
এই প্রীতি বিন্যাস প্রবেশ করে আমার হৃদয়ে!
.
*বাসার সামনেই খরগোশটি ঘাস খাচ্ছিল। সেই/ছবি।
মৌন বিশ্বের অনুমোদিত কবিতা, লাল গোলাপ
এই প্রীতি বিন্যাস প্রবেশ করে আমার হৃদয়ে!
সুন্দর কবিতা কবি টিপু সুলতান ভাই। শুভ সকাল।
শুভেচ্ছা সহ শুভসকাল কবি।
চমৎকার কবি টিপু সুলতান ভাই। ভালোবাসা।
সুন্দর প্রিয় কবি দা।
সুন্দর।
আমি একফালি রোদের কাছে-জ্বরে পুড়ি
আমি একফালি চাঁদবাঁকা জ্যোৎস্নায় জ্বলি
এই লাইনদুটো ভালো লাগছে