এক কাপ সকাল চায়ে
গুডমর্ণিং উইশ,
কাপে চুমুক ঠোঁটের মতোই
ভৈরোঁ রাগিনী।
এক কাপ চায়ের মধ্যে
অনড় ফাইল গলে
ডেবিট ক্রেডিট সরল সাদা
বসের মুখে মধু।
এক কাপ চায়েই যত
বিশ্ব রাজনীতি,
আমির থেকে ম্যাডোনা
পাশে বসে ঠেক এ।
এক কাপ চায়ের তেজে
এনার্জি ট্যাবলেট
রাত্রি হলেই ঘুমিয়ে পড়ি
সকাল চায়ের লোভে।
বাহ্ চমৎকার। সু প্রভাত প্রিয়
সু সন্ধ্যার ভালোবাসা কবি পথিক সুজন ভাই।
এক কাপ চায়ের তেজে এনার্জি ট্যাবলেট
রাত্রি হলেই ঘুমিয়ে পড়ি সকাল চায়ের লোভে। চাআআআ।
ওয়াও প্রিয় ভাই।
এই না হলে দিনের শুরু হয় কিভাবে !!
১০০% সত্য কথা প্রিয় সুমন ভাই।
সক্কাল সক্কাল চা না হলে কি চলে? চলে না দাদা।
সেইটাইতো বলি বোন সাজিয়া আফরিন। কোনদিনিই চলবে না।
শুভ কামনা
ভালোবাসা কবি শান্ত চৌধুরী ভাই।
চায়ের মধ্যে থাকে নিকোটিন। দুধ আর চিনির স্বাদে
তাকে করে তোলে অভিনব এনার্জির উত্স।
চায়ের চুমুক দিয়ে শুরু হয় নতুন সকাল।
সুন্দর লিখেছেন কবিবর। শুভেচ্ছা জানাই।
জয়গুরু।
সত্য বলেছেন। ভালোবাসা কবি ভাণ্ডারী দা।
সকালে এককাপ চা বা কফির তুলনা হয় না।
অভিনন্দন কবি বোন শাকিলা তুবা।
এই না হলে চা, রঙ টা ইনভাইটিং লিকুইড হালুয়া
ওয়াও কবি বোন।